ডা. মিল্লাতকে সুইজারল্যান্ড বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অভিনন্দন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৮, ১২:৫৩

ইন্টার পার্লামেন্টারিয়ান ইউনিয়নের (আইপিইউ) স্বাস্থ্য বিষয়ক কমিটির সভাপতি পদে পুণরায় নির্বাচিত হওয়ায় অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাতকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুইজারল্যান্ড শাখার নেতৃবৃন্দ। ডা. হাবিবে মিল্লাত সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুইজারল্যান্ড শাখার সভাপতি গোলাম মোর্শেদ সাচ্চু, সাধারণ সম্পাদক শাহ আলম এগার এবং প্রচার সম্পাদক নিজাম উদ্দীন এক অভিনন্দন বার্তায় বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রুপ দিতে ডা: মিল্লাতের মত সৈনিকেরা কাজ করে যাচ্ছেন। তারা ডা. মিল্লাতের দীর্ঘায়ু ও সুস্বাস্থ কামনা করেন।

সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে আইপিইউ’র ১৩৯ তম অ্যাসেম্বলিতে সর্বসম্মতিক্রমে তাকে দ্বিতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত করা হয়।

গত ১৪ অক্টোবর জেনেভায় পাঁচ দিনব্যাপী আইপিইউ’র সম্মেলন শুরু হয়েছে। এতে ১৯০টি দেশের প্রায় আড়াই হাজার সংসদ সদস্য উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষে অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি প্রতিনিধিত্ব করছেন। সম্মেলনের স্বাস্থ্য বিষয়ক কমিটির সভাপতি পদে সর্বসম্মতিক্রমে তাকে পুণরায় সভাপতি নির্বাচিত করা হয়েছে। এছাড়া কমিটির সহ-সভাপতি পদে অষ্ট্রিয়ার সংসদ সদস্য পেট্রা বায়ার, সদস্য পদে সুইডেনের প্রতিনিধি উলরিকা কার্লসন, বেলজিয়ামের সিনেটর এলেন ডেকসমি, রোয়ান্ডার সিনেটর সেবুহোরা আর্মেনিয়া ক্যারেন এভাজিয়ান এমপি, উজবেকিস্থানের ওরাল এটা নিয়ান ও ডোমিনিক্যাল রিপাবলিকের ভিক্টর সুরেজ নির্বাচিত হয়েছেন।

এর আগে অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি ২০১৭ সালের অক্টোবর মাসে আইপিইউ’র সম্মেলনে প্রথমবারের মতো সংস্থাটির স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

ঢাকাটাইমস/১৮অক্টোবর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :