‘অধিনায়ক হিসাবে উদাহরণ মেসি’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৮, ১৩:১৪

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির অধিনায়কত্ব নিয়ে সমালোচনা করেছেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। তিনি বলেছেন, জাতীয় দলের অধিনায়ক হতে হলে যে গুণগুলো থাকা দরকার তার অনেক কিছুই মেসির মধ্যে নেই। মেসি নীরব। কম কথা বলে। এর কারণেই অধিনায়ক হিসাবে সে ব্যর্থ।

মেসিকে নিয়ে ম্যারাডোনার এই সমালোচনার জবাব দিয়েছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ডিরেক্টর অব ফুটবল আবিদাল। তিনি বলেছেন, অধিনায়ক হিসাবে মেসি উদাহরণ।

আবিদাল বলেছেন, ‘অধিনায়ক হিসাবে সে উদাহরণ। শুধু মেধার ভিত্তিতে বলব না সে মানুষ হিসাবেও উদাহরণ। সে বেশি কথা বলে না। কিন্তু মাঠে সে আমাদের সব দেখিয়ে দেয়। সে আমাদের মূল খেলোয়াড়।’

তিনি আরো বলেন, ‘আমরা সবসময় বলি লিওর বেশি কথা বলার দরকার নেই। সবাই জানে সে কখন রাগান্বিত আর কখন খুশি। দলে তার ভূমিকা তরুণ ও নতুন খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ।’

তিনি বলেছেন, ‘লিওর গল্প চমৎকার। বার্সেলোনায় সে কঠোর পরিশ্রমের মাধ্যমে দেখিয়েছে যে, অনেক কিছুই করা সম্ভব। সে বড় মাপের খেলোয়াড়। অন্য খেলোয়াড়দের উন্নতিতেও তার ভূমিকা আছে।’

গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপের পর তিনি আর্জেন্টিনা দল থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। আপাতত আর্জেন্টিনার হয়ে তিনি কোনো ম্যাচ খেলছেন না।

এই মৌসুম থেকে বার্সেলোনার অধিনায়কের দায়িত্ব পালন করছেন লিওনেল মেসি। স্পেনের ঘরোয়া লিগ লা লিগায় এখন পর্যন্ত আট ম্যাচ খেলে ছয়টি গোল করেছেন তিনি।

(ঢাকাটাইমস/১৮ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :