‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা নেই’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৮, ১৪:৪০

নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বলেছেন, দেশের সার্বিক আইনশঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন তারা অপপ্রচার চালাচ্ছেন।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এসময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানা খাঁন কামাল ও পুলিশ প্রধানসহ আইনশৃঙ্খলা বাহিনির সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের একটি রাজনৈতিক দল নাশকতা শুরু করতে পারে এমন আশঙ্কার কথা বলা হচ্ছে- এমন প্রশ্নে আমু বলেন, ‘নির্বাচনকালীন সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। খারাপ পরিস্থিতি তৈরির কোনও সুযোগ নেই।’

‘বর্তমানে বিরোধীদল মিছিল সমাবেশ করছে। কোনও রকম আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনও অবনতি হয়নি। সবাই এখন নির্বাচন নিয়ে কথা বলছেন। নির্বাচন বিষয়ে সবার বিভিন্ন রকম দাবি থাকতেই পারে। সব মিলিয়ে দেশ এখন নির্বাচনের দিকে এগিয়ে চলছে।’

আমু বলেন, ‘বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গণে সন্তোষজনক পরিবেশ রয়েছে। এখন পূজা চলছে এ উপলক্ষ্যে কোনও রকম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনা ঘটেনি।’

‘বর্তমানে সড়কে দুর্ঘটনা রোধে কাজ করছে পুলিশ। যত্রতত্র গাড়ি পার্কিং নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। প্রকৃত ড্রাইভার গাড়ি চালাচ্ছে নাকি লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালাচ্ছে তা যথাযথ তদারকি করা হচ্ছে।’

নির্বাচানের আগে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে কি না প্রশ্নে মন্ত্রী বলেন, ‘এটা নিয়মিত কাজ। ইতোমধ্যে অবৈধ অস্ত্রের উদ্ধার কাজ চলছে।’

বিএনপির পক্ষ থেকে গায়েবি মামলা দেয়ার যে অভিযোগ করা হচ্ছে সে বিষয়ে তিনি বলেন, ‘এটা সঠিক নয়। এ পর্যন্ত আমরা গায়েবি কোনও মামলার অভিযোগ পাইনি।’

মৃত্যু ব্যাক্তির নামে মামলা দেওয়া প্রসঙ্গে আমির হোসেন আমু বলেন, ‘এটা সঠিক নয়। এ ধরণের কোনও ঘটনা আমারা জানি না। যারা এসব বলে তারা সঠিক বলেনি।’

ঢাকাটাইমস/১৮অক্টোবর/এমএম/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :