ইলা মিত্রের ৯৩তম জন্মবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৮, ১৪:৫৯

ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ৯৩তম জন্মবার্ষিকী আজ। প্রথমবারের মত চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এই নেত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় র‌্যালি ও আলোচনা সভা।

বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তার জীবনীর উপর আলোচনা ও ভিডিও প্রদর্শনী হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, ইলামিত্র পরিষদের সভাপতি বিধান চন্দ্র সিং, উদীচী চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিথুন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :