কুড়িগ্রামে বাণিজ্যিকভাবে ফুলচাষ শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৮, ১৭:১০

কুড়িগ্রামে কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে বাণিজ্যিকভাবে ফুলচাষের উদ্যোগ নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজারহাট উপজেলার ছিনাই এলজিইডি গেট এলাকায় কৃষাণী মরিয়ম বেগম বিউটির ১৬ শতক জমিতে রজনীগন্ধা ও গ্লাডিওলাস বীজ বপনের মাধ্যমে প্রদর্শনী বাগান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় জেলা প্রশাসক সুলতানা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. এস.এম আমিনুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান, রাজারহাট ইউএনও রাশিদুল হক প্রধান, রাজারহাট উপজেলার কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, রাজারহাট প্রেসক্লাবের সভাপতি এস.এ বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সুলতানা পারভীনের ব্যক্তিগত আগ্রহে রাজারহাট কৃষি বিভাগ কৃষাণী বিউটি বেগমের জমিতে পর্যায়ক্রমে ডালিয়া, চন্দ্রমল্লিকা ও গাদা ফুল চাষের উদ্যোগ নেয়া হয়।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান জানান, দেশে সবচেয়ে বেশি ফুলের চাষ করা হয় যশোর জেলায়। আমরা পরীক্ষা করে দেখেছি কুড়িগ্রামের মৃত্তিকা কিছুটা যশোরের সাথে সামজস্য রয়েছে। ফলে এখানে ভাল ফুলের চাষ হতে পারে।

এ ব্যাপারে জেলা প্রশাসক সুলতানা পারভীন জানান, এ জেলার মাটি ফুল চাষের জন্য উপযুক্ত। অল্প খরচে বাণিজ্যিকভাবে ফুল চাষ করলে অনেক অর্থ পাওয়া যায়। আমরা পরীক্ষামূলকভাবে এই জমিতে কয়েকটি জাতের ফুলের চাষ করার একটি প্রদর্শনী বাগান করছি। আশা করছি বেকার যুবক-যুবতীরা এ ধরণের চাষে এগিয়ে এলে তারা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে।

ঢাকাটাইমস/১৮অক্টোবর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

বিল বকেয়ায় সংযোগ বিচ্ছিন্ন, অবৈধ বিদ্যুতে চলছে ইউপি কার্যালয়

কেজি দরে অপরিপক্ক তরমুজ, পিস চাইলে দাম আকাশ ছোঁয়া

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :