নির্বাচন পরিবেশ দেখতে ইইউর বিশেষজ্ঞ আসবে নভেম্বরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৮, ১৭:২১

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নির্বাচনী পরিবেশ দেখতে আগামী নভেম্বরের মাঝামাঝি ইইউর নির্বাচন বিশেষজ্ঞ বাংলাদেশে আসবেন।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে ইইউর সাত সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে রাষ্ট্রদূত রেনজি টেরিংক সাংবাদিকদের এ কথা বলেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পশ্চিমা দেশগুলোর সংগঠন ইইউর রাষ্ট্রদূত বলেন, ‘আশা করি বাংলাদেশের আগামী নির্বাচন হবে সব দল নিয়ে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এটি বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

নির্বাচনে সব ধরনের ভোটারের ভোটদানের নিরাপত্তা ও পরিবেশ নিশ্চিত করার ওপর বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান ইইউ রাষ্ট্রদূত।

রেনজি টেরিংক বলেন, বাংলাদেশের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১০৪ মিলিয়ন ভোটার একই দিনে ভোট দেবেন। তাই এটি একটি বড় চ্যালেঞ্জ। এই নির্বাচনে সব ভোটারের ভোটের বিষয়টি নিশ্চিত করতে হয়। নির্বাচনে নারী ভোটারদের নিরাপদে ভোটদানের পরিবেশ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে।

নির্বাচন পরিবেশ পর‌্যবেক্ষণ নিয়ে ইইউর পরিকল্পনার কথা জানানো হয় ইসির সঙ্গে বৈঠক। সাংবাদিকদের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি নভেম্বরের মাঝামাঝি দুজন নির্বাচন বিশেষজ্ঞ বাংলাদেশে আসবে। তারা দুই সপ্তাহ নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি ও রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করবেন।’

রাষ্ট্রদূত রেনজি টেরিংকের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন ব্রিটেন, জার্মানি, স্পেন, সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ও প্রতিনিধি।

আর সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে ব্যাপারে তারা (ইউরোপীয় ইউনিয়) আহ্বান জানিয়েছে।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/জেআর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত হওয়ার ঘটনায় বিএনপির নিন্দা 

কারওয়ান বাজারের কাঁচাবাজার ব্যবসায়ীদের গাবতলিতে স্থানান্তর করা হবে

বিএনপি নয়, আওয়ামী লীগই পরাজিত হয়েছে: মজনু

বোনের পর চলে গেল শিশু তাওহিদও, মৃতের সংখ্যা বেড়ে ১১

রাজধানীতে কিশোর গ্যাংয়ের লিডারসহ ২০ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

‘আর সহ্য করতে পারছি না’ বলেই সাত তলা থেকে লাফিয়ে তরুণের মৃত্যু

এনএসআই’র নতুন পরিচালক সালেহ মোহাম্মদ তানভীর

বাংলাদেশে রপ্তানির জন্য ১৬৫০ টন পেঁয়াজ কিনবে ভারত সরকার

যারা আমার মায়ের হাতে খাবার খেত, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করে: প্রধানমন্ত্রী

ঢাকার ৫৫০ বিআরটিসির বাস ঈদে সারাদেশে চলবে

এই বিভাগের সব খবর

শিরোনাম :