আজহার আলীর হাস্যকর আউট!

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৮, ১৮:০৯

পাকিস্তান-অস্ট্রেলিয়ার চলতি টেস্টের তৃতীয় দিনে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। যার জন্ম দিয়েছেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান আজহার আলী ও আসাদ শফিক। সবাইকে অবাক করে হাস্যকর ভাবেই রান আউট হয়ে সাজঘরে ফিরলেন আজহার।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে পাকিস্তান-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ৫৩ তম ওভারের খেলা চলছিল। বল করেন পিটার সিডল। তার করা বল অফস্টাম্পের বাইরে ড্রাইভ করেন আজহার। বলটি থার্ড ম্যান সীমানার কাছে চলে যায়। আজহার ও শফিক ধরেই নেন বলটি বাউন্ডারিতে চলে গেছে। তারা পিচের মাঝে দাঁড়িয়ে নিশ্চিন্তে গল্প করতে থাকেন।

অপরদিকে, বলের পেছনে দৌড়াচ্ছিলেন মিচেল স্টার্ক।তিনি খেয়াল করলেন বলটা বাউন্ডারি লাইন স্পর্শ করেনি। যার জন্য সঙ্গে সঙ্গে বল ধরে ফেরত পাঠান উইকেটরক্ষক টিম পেইনের হাতে। আর মিচেলের পাঠানো বল স্ট্যাম্পে আজহারকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে দিলেন উইকেটরক্ষক পেইন। অনেকটা হাস্যকর ভাবেই বিদায় নিতে হলো আজহার আলিকে। আউট হওয়ার সময় আজহারের ব্যক্তিগত সংগ্রহ ছিল ১৪১ বলে ৬৪।

(ঢাকাটাইমস/১৮ অক্টোবর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :