এরশাদের বার্তা ‘ভাইরাল’ হয়ে যাবে: হাওলাদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৯:০৬ | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৮, ১৯:০৫
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার

আগামী শনিবার জাতীয় পার্টির মহাসমাবেশে দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলে জানিয়েছেন পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। বলেছেন, সমাবেশে এরশাদ যে বার্তা দেবেন তা মুহুর্তে ভাইরাল হয়ে যাবে। সারা বিশ^ তার বক্তব্য শুনবে।’

বৃহস্পতিবার রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে মহাসমাবেশ সফল করতে এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন রুহুল আমিন হাওলাদার। প্রস্তুতি সভাটির আয়োজন করে জাতীয় কৃষক পার্টি।

হাওলাদার বলেন, ‘মহাসমাবেশ আগামী দিনের দিক-নির্দেশনা দেবেন এরশাদ। কিভাবে তার নেতৃত্বে আাগীতে ক্ষমতায় যাওয়া যায়, তার দিকনির্দেশনা দেবেন তিনি।’

‘গণতন্ত্রে কতটুকু সহনশীল হতে হয়, তা তিনি ক্ষমতায় থাকতে দেখিয়েছেন। আাগামীতে ক্ষমতায় গিয়ে কিভাবে সুশাসন নিশ্চিত করা যায় সেই দিক-নির্দেশনামুলক বক্তব্য দেবেন।’

হাওলাদার বলেন, ‘তিনি (এরশাদ) সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি যে বক্তব্য দেবেন সারা বিশ্বের মানুষ শুনবে। মুহুর্তে সেই বক্তব্য ভাইরাল হয়ে যাবে।’

এই মহাসমাবেশকে সফল করতে সারা দেশ থেকে দলে দলে নেতাকর্মীরা আসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন জাপা মহাসচিব।

জাতীয় কৃষক পার্টির সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা বলেন, ‘আগামী বিশ তারিখ মহা গুরুত্বপুর্ণ দিন। এ দিন নির্ধারন হবে জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে কি আসবে না। এ জন্য সারা দেশ থেকে লোক আসবে।’

প্রস্তুতি সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কুদ্দুস মানিক, জাতীয় পার্টির নেতা কাজী মোহাম্মদ রমজান ভুইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

ঢাকাটাইমস/১৮অক্টোবর/জিএম/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সাকিবের বিএনএমে যোগ দেওয়ার বিষয়ে কিছু জানি না: ওবায়দুল কাদের

বিএনপির কেন্দ্রীয় তিন নেতার পদোন্নতি

দুর্নীতি ও ভোটাধিকার হরণ ছাড়া আ.লীগের আর কোনো অর্জন নেই : এবি পার্টি

‘দেশে ইসলামবিদ্বেষী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’

ক্ষমতাসীনদের কেউ ভালো নেই: গয়েশ্বর

সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: গণতন্ত্র মঞ্চ

ইফতার পার্টিতে আল্লাহ-রাসুলের নাম না নিয়ে আ.লীগের গিবত গায়: প্রধানমন্ত্রী

বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই: ওবায়দুল কাদের

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বন্ধু রাষ্ট্রের সহযোগিতা চাইলেন মঈন খান

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী: আ.লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :