রিয়াদ শীর্ষ সম্মেলন যোগ দেবেন না ব্রিটিশমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৮, ২০:২৬

যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়কমন্ত্রী লিয়াম ফক্স আগামী সপ্তাহে সৌদি আরবে অনুষ্ঠিতব্য বিনিয়োগ সম্মেলন যোগ দিচ্ছেন না।

২ অক্টোবর তুরস্কে ইস্তাম্বুলে সৌদির কনস্যুলেট ভবনে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অভিযোগ উঠায় এই সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশমন্ত্রী। বৃহস্পতিবার ব্রিটেন সরকারের এক মুখপাত্র এই তথ্য জানান।

ব্রিটিশ মুখপাত্র বলেন, ‘২৩ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিতব্য ‘ভবিষ্যৎ বিনিয়োগ সম্মেলনে’ এই সময়ে যোগ দেয়া সঠিক মনে করছেন না ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী।

‘জামাল খাশোগির নিখোঁজের ঘটনায় ব্রিটেন খুব উদ্বিগ্ন। এই ঘটনার জন্য যারা দায়ী তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।’

রিয়াদ সম্মেলনে লিয়াম ফক্সের বক্তৃতা রাখার ছিল। খাশোগির নিখোঁজের ঘটনায় অনেক নেদারল্যান্ড ও ফ্রান্সের অর্থমন্ত্রীসহ অনেক রাজনীতিবিদ ও ব্যবসায়ী নেতা এই সম্মেলনে আসতে অস্বীকৃতি জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :