কড়াইল বস্তিতে নতুন সড়ক

নিজস্ব প্রতিবেদক
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৮, ২০:৪১

রাজধানীর কড়াইল বেলতলা আদর্শনগর হতে ভাঙ্গাওয়াল পর্যন্ত নবনির্মিত একটি সড়ক চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির প্যানেল মেয়র জামাল মোস্তফা বৃহস্পতিবার ৮৩০ ফুট দীর্ঘ এ সড়কটি উদ্বোধন করেন।

ডিএনসিসি, বেসরকারি সংস্থা ব্র্যাক এবং কড়াইলের স্থানীয় জনগণের উদ্যোগে সড়কটি নির্মাণ করা হয়।

সড়ক উদ্বোধনকালে জামাল মোস্তফা বলেন, ‘ধনী-গরিব নির্বিশেষে উন্নত নাগরিক সেবা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন সবসময় জনগণের পাশে থাকবে।’

এলাকার জনগণকে সুনাগরিক হওয়ার আহবান জানিয়ে প্যানেল মেয়র বলেন, ‘নাগরিক হিসেবে আমরা সবাই নিজ-নিজ দায়িত্ব পালন করলে ঢাকা শহরকে উন্নত শহর হিসেবে তৈরি করতে বেশি সময়ের প্রয়োজন হবে না’ ।

কড়াইল বস্তিসহ ডিএনসিসি-র আওতাধীন অন্য বস্তিগুলোর উন্নয়নের জন্য ডিএনসিসি-র সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগ সহযোগিতা করবে বলেও তিনি জানান।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, মো. নাসির, আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও ব্র্যাকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস /১৮অক্টোবর /আরকে/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :