রাতের আঁধারে পূজার উপহার নিয়ে হিন্দুবাড়িতে জগলুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৮, ২২:৫১

প্রতিবছরের ন্যায় এবারো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে উপহার দিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

মহাষ্টমী উপলক্ষ্যে মঙ্গলবার গভীর রাতে নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামের অর্ধশতাধিক দরিদ্র হিন্দু মানুষের বাড়িতে শাড়ি, লুঙ্গি, মিষ্টি ও মুরগি নিয়ে হাজির হন তিনি।

বাড়িতে সংসদ সদস্যের আগমনে আবেগাপ্লুত হয়ে পড়েন ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় পরিবারগুলির খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান সাংসদ জগলুল। যে কোন বিপদে আপদে তাকে যে কোনো সময় সরাসরি ফোন করার অনুরোধ জানান তিনি।

সংসদ সদস্য বলেন, গত পাঁচ বছর তাঁদের এবং সকল ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালনের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তিনি নিজেই এটা তদারকি করেছেন। তাদের সকল মন্দির সংস্কার অথবা আধুনিকায়নে পর্যাপ্ত অথ বরাদ্দ দেয়া হয়েছে।

ধর্ম যার যার, উৎসব সবার এ কথা জানিয়ে সাংসদ বলেন, শেখ হাসিনার বাংলায় হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই আমরা ভাই-ভাই। আমাদের মধ্যে কোনো ভেদভেদ নেই। আমরা সকলে মিলে অসাম্প্রদায়িক, উন্নত ও সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ব। উল্লেখ্য, এই সংসদ সদস্য প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে আসছেন।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এমএম/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :