বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ০৮:৫৭ | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৮, ০৮:৪২

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও সিলেটের কাজিরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

প্রিন্সিপাল হাবীবুর রহমান দীর্ঘদিন থেকে ডায়াবেটিস ও হাই প্রেশারসহ শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। গত ৭ অক্টোবর তিনি চিকিৎসার জন্য ভারত গিয়েছিলেন। সেখান থেকে দুই দিন আগে তিনি দেশে ফিরেন।

শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের ইন্তেকালের পর তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির নির্বাচিত হন। নব্বইয়ের দশকে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়ে তিনি প্রথমে আলোচনায় আসেন। অনেকের কাছে তিনি ‘বুলবুলি মাওলানা’ হিসেবে পরিচিত ছিলেন। জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও তিনি সিলেটে আন্দোলন করেছেন।

গত ১১ আগস্ট আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী সমঝোতা হয়। সেই সমঝোতা স্মারকে এরশাদ ও হাবীবুর রহমান সই করেন। সিলেটের একটি আসন থেকে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :