যশোরে হত্যা মামলার আসামি গুলিতে নিহত

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৮, ১২:০৬

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোরে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি পারভেজ হোসেন নিহত হয়েছেন। দুইদল সন্ত্রাসীর মধ্যে কথিত বন্দুকযুদ্ধে পারভেজ নিহত হন বলে পুলিশ জানিয়েছে। তবে নিহতের ভাইয়ের দাবি তাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার ভোরে শহরের শংকরপুর বাবলা তলা এলাকার পাওয়ার হাউজের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত পারভেজ শহরের শংকরপুর পাকার মাথা এলাকার আব্দুর রশীদের ছেলে৷  কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সোবহান শরীফ বলেন, আমি মোবাইল ডিউটিতে ছিলাম৷ শুক্রবার ভোর তিনটার দিকে শংকরপুর বাবলাতলা এলাকায় দুইদল সন্ত্রাসীর বন্দকুযুদ্ধ হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল , এক রাউন্ড গুলি ও অঞ্জাতনামা এক সন্ত্রাসীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়৷ পরে তাকে যশোর  জেনারেল হাসপাতালের নিলে জরুরি বিভাগের চিকিৎসক শফিউল্লাহ সবুজ মৃত ঘোষণা করে হাসপাতাল মর্গে পাঠান। খবর পেয়ে হাসপাতাল মর্গে এসে নিহত পারভেজের ভাই সোহেল লাশ সনাক্ত করে৷

নিহত পারভেজের ভাই সোহেল জানান, ‘তার ভাই পারভেজ মশিয়ার হত্যা মামলার আসামি। এজন্য তিনি খুলনা খালিশপুরে পালিয়ে ছিলেন। সেখান থেকে বৃহস্পিিতবার রাত দেড়টার দিকে সাদা পোশাকে ডিবি পুলিশ তাকে আটক করে৷ একই এলাকার শিশির ও মতি পুলিশকে টাকা পয়সা দিয়ে তাকে হত্যা করিয়েছে।’

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/প্রতিনিধি/ওআর)