নৌকা ভাসলে বাংলাদেশ হাসবে: খালিদ

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৮, ১৪:১২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আগামী নির্বাচনে নৌকা যদি ভাসে বাংলাদেশ হাসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। নৌকা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে বলেও মনে করেন তিনি।

দিনাজপুরের বিরল উপজেলায় রাজারামপুর ইউনিয়নের ‘উত্তর পলাশবাড়ী-২’ গুচ্ছগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচন যথাসময়ে হবে। দেশের উন্নয়ন ধরে রাখার জন্য নৌকার দরকার।’

‘২০১৪ সালের নির্বাচন ঠেকানোর জন্য অনেক ষড়যন্ত্র হয়েছিল। সেই ষড়যন্ত্রকারীরা এখনও আছে। গতবারও তাদের আমরা পরাজিত করেছি, এবারও তাদের পরাজিত করবো। নির্বাচনের মাধ্যমে দেশের উন্নয়ন সমৃদ্ধি এগিয়ে যেতে হবে।’

খালিদ মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের মানুষ গৃহহীন থাকবে না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ থেকে আস্তে আস্তে গৃহহীনের সংখ্যা কমে যাচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে শতভাগ মানুষের আবাসনের ব্যবস্থা করা।’

‘বঙ্গবন্ধু যে গুচ্ছগ্রামের উদ্বোধন করেছিল, কিন্তু ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে জিয়া, এরশাদ এবং খালেদা জিয়ার মানুষকে ঘরছাড়া করেছিল। শেখ হাসিনা মানুষের গৃহের ব্যবস্থা করেছেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন কবীরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল আলম, জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুর রহমান, সহকারী ভূমি কর্মকর্তা সাইয়িদা ইসলাম, পৌরসভা মেয়র সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায় প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/টিএ/জেবি)