রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় নছিমনের তিন যাত্রী নিহত

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৮, ১৫:২৮

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নছিমনের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। শুক্রবার দুপরে  জামালপুর  স্টেশনের অদুরে শুলাকুড়া নামকস্থনে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় যাওয়ার পথে  ১২৩নং আপ  ট্রেনের সঙ্গে  নলিয়া জামালপুর স্টেশনের অদুরে শুলাকুড়া একটি নছিমনের ধাক্কা লাগে। এতে ট্রেনের নিচে পড়ে  নছিমনের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ৮ জন।  আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তিনজন হলেন, ইমরান, শাকিল ও সরোয়ার। এদের মধ্যে শাকিলের বাড়ি তুলসী বরাট ও অপর দুইজনের বাড়ি বাঘুটিয়া গ্রামে। নিহত ও আহতরা সকলেই বালিয়াকান্দি রাজ্জাক জুট মিলের শ্রমিক।

দুপুরে মিলের কাজ শেষে নছিমনযোগে তুলসী বরাট এলাকায় নিজ বাড়িতে  ফিরছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে।

পরে রাজবাড়ী রেলওয়ে থানা লাশ তিনটি উদ্বার করে একটি মামলা দায়ের করেছে।

ঢাকা টাইমস/১৯অক্টোবর/প্রতিনিধি