শিশু লামিয়াসহ সব শিশু নির্যাতনকারীর শাস্তি দাবি

বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৮, ২০:৫৪

বরিশাল নগরীর কাশিপুরে গৃহপরিচারিকা শিশু লামিয়া (১০) সহ সকল শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বরিশাল জেলা শিশু সংগঠন খেলা ঘর। শুক্রবার দুপুরে নগরীর সদর রোডে এই কর্মসূচি অনষ্ঠিত হয়।

শিশু সংগঠন খেলাঘর সভাপতি জীবন কৃষ্ণ দে-এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খেলাঘর সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ, শিশু সংগঠক শুভংকর চক্রবর্তী, জগলুল হায়দার শাহিন, শহিদুল ইসলাম, নাজমুল হোসেন আকাশ ও নিগার সুলতানা হনুফা প্রমুখ।

এসময় শিশু লামিয়ার ওপর নির্যাতনকারী গৃহকর্তা আশরাফুল ইসলাম চৌধুরীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন বক্তারা।

গত ১৫ অক্টোবর বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোশাররফ হোসেনের নির্দেশে একদল ডিবি পলিশ সদস্য নগরীর কাশিপুরে অভিযান চালিয়ে নির্যাতনের শিকার শিশু লামিয়াকে উদ্ধার করে। এসময় আটক করা হয়, গৃহকর্ত্রী শারমিন আক্তারকে। এ ঘটনার পর থেকে শিশু লামিয়া শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :