সোহরাওয়ার্দীতে আসছেন জাপার নেতাকর্মীরা

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৮, ০৮:৫০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহাসমাবেশ। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর কথা থাকলেও ইতোমধ্যে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসা শুরু করেছেন।

শনিবার ভোর থেকেই দেশের নানা প্রান্ত থেকে বাস বোঝাই করে নেতাকর্মীরা রাজধানীতে আসতে থাকেন। এতে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের রাস্তায় সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়।

নির্বাচনের আগের নিজেদের সামর্থ্য দেখাতেই জাতীয় পার্টি এই সমাবেশের ডাক দিয়েছে। স্মরণকালের বৃহত্তর সমাবেশ করার দাবি করেছেন জাপা নেতারা। সকাল ১০টায় শুরু হয়ে দুপুরের মধ্যেই সমাবেশ শেষ হবে বলে জানিয়েছেন তারা।

মহাসমাবেশ সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে এর আগে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, জাতীয় পার্টি এখন নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। পার্টির নির্দেশনা নিয়ে সর্বস্তরের নেতাকর্মীদের মহাসমাবেশের পর দেশব্যাপী কাজ শুরু করতে হবে।

বিবৃতিতে এরশাদ বলেন, গণতান্ত্রিক শাসন বহাল রাখা এবং দেশে সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য একটি জনপ্রিয় সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। জাতীয় পার্টি এখন নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/জেবি)