স্যোশাল মিডিয়া ‘কিং’ রোনালদো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৮, ০৯:২২

লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়নো রোনালদো- মাঠে কে সেরা এ নিয়ে তর্ক থাকতে পারে।তবে ইন্টারনেট দুনিয়ায় পর্তুগিজ সুপারস্টারের ধারে কাছেও নেই মেসি। শুধু মেসি নন, অন্যান্য তারকারাও রোনালদোর চেয়ে পিছিয়ে আছেন।

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়েছেন রোনালদো।তাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীর সংখ্যা আরও বেড়েছে।বর্তমানে তার ফেসবুক অনুসারী ১২৩ মিলিয়ন, ইনস্টাগ্রাম অনুসারী ১৪৩ মিলিয়ন এবং টুইটার অনুসারী ৭৫ মিলিয়ন।ফুটবলারদের মধ্যে মোট ২০৫ মিলিয়ন অনুসারী নিয়ে তার পেছনে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।আর্জেন্টাইন খুদে জাদুকর মেসির অবস্থান তিনে।তার অনুসারী ১৮৯ মিলিয়ন।

বিশ্বের অন্যান্য ক্রীড়াবিদদের থেকেও ঢের এগিয়ে রোনালদো।বাস্কেটবল তারকা লেবর্ন জেমসের মোট অনুসারী ১০৬ মিলিয়ন।স্টিফেন কারি, কনর ম্যাকগ্রেগর, কেভিন ডুর‌্যান্ট আর রাফায়েল নাদালের মত বিখ্যাত তারকাদের ফলোয়ারও পঞ্চাশ মিলিয়নের নিচে।

রোনালদো ক্রীড়াজগৎ ছাড়িয়ে আধিপত্যের ডানা মেলেছেন শোবিশ আর রাজনীতির জগতেও।২৮৪ মিলিয়ন অনুসারী নিয়ে দুই নাম্বারে কানাডিয়ান পপ গায়ক জাস্টিন বিবার, তিনে আছেন টেইলর সুইফট।তার অনুসারী ২৬৪ মিলিয়ন।সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবা আছেন চার নম্বরে। পাঁচে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে একটা জায়গায় পিছিয়ে রোনালদো।তার প্রতিটি ইনস্টাগ্রাম পোস্টের মূল্য ৭৫০ মার্কিন ডলার।তিনি আছেন তিন নম্বরে।৮০০ ডলারে দুইয়ে পপ গায়ক সেলেনা গোমেজ।তালিকায় শীর্ষে আছেন আমেরিকান মডেল ও টিভি ব্যক্তিত্ব কাইলি জেনার।তার প্রতিটি পোস্টের মূল্য ১ হাজার মার্কিন ডলার। সূত্র : দ্যা মার্কা

(ঢাকাটাইমস/২০অক্টোবর/আহ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :