খাশোগির মৃত্যু নিশ্চিত হওয়ায় যুক্তরাষ্ট্র ‘মর্মাহত’

আন্তর্জাতিক ডেস্ক
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৮, ০৯:৫৭
সাংবাদিক জামাল খাশোগি

সৌদি কনস্যুলেটের ভেতরেই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার ব্যাপারে নিশ্চিত হওয়ায় যুক্তরাষ্ট্র গভীরভাবে ‘মর্মাহত’হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।তবে এমন কর্মকাণ্ড ঘটানোয় তাদের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের বিরুদ্ধে আমেরিকা কোনো পদক্ষেপ নেবে কি না সে ব্যাপারে তারা কিছু উল্লেখ করেনি। খবর এএফপির।

সৌদি আরবের স্বীকারোক্তির প্রথম মার্কিন প্রতিক্রিয়ায় শুক্রবার হোয়াইট হাউস মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানান, সবেমাত্র ওয়াশিংটন ‘এ খবর জেনেছে।’

সারাহ বলেন, ‘আমরা এই মর্মান্তিক ঘটনার ব্যাপারে আন্তর্জাতিক তদন্তসহ এ ব্যাপারে সার্বিক বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখবো।’

তিনি আরও বলেন, ‘আমরা খাসোগির মৃত্যুর খবর শুনে মর্মাহত হয়েছি এবং তার পরিবার, বাগদত্তা ও বন্ধু-বান্ধবের প্রতি আমরা গভীর শোক প্রকাশ করছি।’

গত ২ অক্টোবর একটি কাজে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে যান সৌদি সাংবাদিক জামাল খাশোগি। সেখান থেকে তাকে আর বের হতে দেখা যায়নি। তাকে দূতাবাসের ভেতরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে তুরস্ক।

শুরুতে খাশোগিকে হত্যার কথা অস্বীকার করে সৌদি আরব। তবে আন্তর্জাতিক চাপের মুখে শেষ পর্যন্ত তাকে হত্যার কথা স্বীকার করতে বাধ্য হয় সৌদি আরব।

এই ঘটনার শুরুতে মার্কিন প্রেসিডেন্ট বেশ চড়াও হলেও পরে সৌদির পাশে এসে দাঁড়ান তিনি। ট্রাম্প বলেন, অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হচ্ছে সৌদিকে। ঘটনা প্রমাণ না হলে তাদের ওপর দোষ চাপানো ঠিক হবে না।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ভারতে প্রথম দফায় লোকসভা নির্বাচন শুরু শুক্রবার

ইরানের হাতে রাশিয়ার এসইউ-৩৫ যুদ্ধবিমান ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা!

নেসলের বেবিফুডে অতিরিক্ত চিনি  

ইসরায়েল আত্মরক্ষার জন্য সবকিছু করবে: নেতানিয়াহু 

মধ্যপ্রাচ্যে বৈরী আবহাওয়া: আকস্মিক বন্যার পেছনে আছে কৃত্রিম বৃষ্টিপাতেরও ভূমিকা

তিন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলি সেনাবাহিনীর, পাল্টা হামলা হিজবুল্লার

শিগগির পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

ইউক্রেন যুদ্ধে ৫০ হাজারের বেশি রুশ সেনা নিহত

মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে ৩৪ কোটি রুপির তহবিল

মোদিকে নির্বাচনে নিষিদ্ধ করার দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা

এই বিভাগের সব খবর

শিরোনাম :