নাম পরিবর্তনের পক্ষে মেসিডোনিয়ার পার্লামেন্ট

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৮, ১২:৫৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

বলকান রাষ্ট্র মেসিডোনিয়ার নাম পরিবর্তন করে রিপাবলিক অব নর্থ মেসিডোনিয়া করার পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। এদিন দুই তৃতিয়াংশ সাংসদ দেশটির নাম পরিবর্তনের পক্ষে ভোট দেন।

প্রতিবেশি দেশ গ্রিসের অন্যতম একটি প্রদেশের নাম মেসিডোনিয়া হওয়ায় দেশটিকে নাম পরিবর্তনের আহ্বান জানিয়েছিলো গ্রিস সরকার। তাদের আহ্বানে সাড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের নাম পরিবর্তন করার জন্য কাজ করছে মেসিডোনিয়ার সরকার। দেশটির পার্লামেন্টের ১২০ জন সদস্যের ৮০জনই এদিন নাম পরিবর্তনের পক্ষে ভোট দেন।

এটি বাস্তবায়ন হলে ন্যাটো জোটের সদস্য হওয়ার পথে আর প্রতিবন্ধকতা থাকবে না মেসিডোনিয়ার। কারণ এতদিন তাদেরকে ন্যাটো জোটের সদস্য করার বিপক্ষে ছিল গ্রিস। গত জুনে দেশের নাম পরবর্তনের চুক্তিতে সই করে গ্রিস ও মেসিডোনিয়া। 

তবে সাংবিধানিকভাবে দেশের নাম পরিবর্তনে এখনো বেশ কয়েকটি ধাপ পার করতে হবে মেসিডোনিয়াকে। পার্লামেন্টের ভোট এসব ধাপের শুরু বলে উল্লেখ করেছে দেশটির প্রশাসন। সকল ধাপ শেষ করতে আগামী জানুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে বলেও জানানো হয়েছে।

ঢাকাটাইমস/২০অক্টোবর/একে