জিম্বাবুয়ের কাছে হারলে কেউ মানতে পারবে না: মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৩:৪৫ | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৮, ১৩:৪০

গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঘরের মাটিতে সিরিজ খেলেছিল বাংলাদেশ। এরপর নিদাহাস ট্রফি, আফগানিস্তান সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও এশিয়া কাপে খেলেছে টাইগাররা। এই সব ম্যাচই ছিল বিদেশের মাটিতে। দীর্ঘদিন পর আবার ঘরের মাটিতে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল মিরপুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

এই ম্যাচ সামনে রেখে শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেছেন, সবাই চাইবে আমরা এই সিরিজে জয় পায়। হারলে কেউ মানতে পারবে না।

মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘অনেক দিন পর হোমে খেলব। দলের সবাই আত্মবিশ্বাসী। সাকিব, তামিম নেই সেটা সবাই জানে। সুতরাং, সেভাবেই সবাই মানসিক প্রস্তুতি নিয়ে মাঠে নামবে। সবাই পারফর্ম করার জন্য সেরা। যে প্রস্তুতি দরকার সেটা সবাই নিয়েছে। কাল ম্যাচ। আশা করছি সবাই যেটা চাচ্ছে যেন সেটাই করতে পারে।’

তিনি আরো বলেন, ‘চ্যালেঞ্জ প্রতিটা ম্যাচেই থাকে। আমার কাছে মনে হয় আগে অন্যদের সাথে যে চ্যালেঞ্জ ছিল এই ম্যাচে সেরকমই থাকবে। সবার প্রত্যাশা আমরা জিতব। আসলে এমন আশা করাটাই স্বাভাবিক। হারলে কেউ মানতে পারবে না।’

জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে মোট তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ২১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। ২৪ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। এই ভেন্যুতেই ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের শেষ তথা শেষ ওয়ানডে ম্যাচ।

চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শেষ করে দুই দল চলে যাবে সিলেটে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৩ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এবারই প্রথমবারের মতো সিলেটে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিলেটে ম্যাচ শেষে করে দুই দল আবার ঢাকায় ফিরবে। ১১ নভেম্বর মিরপুরে শুরু হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচ।

(ঢাকাটাইমস/২০ অক্টোবর/এইচএ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :