কিশোর-কিশোরী সম্মেলন রবিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৮, ১৮:২২

কিশোর-কিশোরীদের নিয়ে দিনব্যাপী এক সম্মেলনের আয়োজন করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

রবিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ সম্মেলন হবে। সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করবেন পিকেএসএফ-এর পরিচালনা পর্ষদের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আবুল মাল আবদুল মুহিত ও বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত থাকবেন।

বিবৃতিতে বলা হয়, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সুস্থ সংস্কৃতি ও ক্রীড়া-চর্চার মাধ্যমে সুকুমার বৃত্তির চর্চাকে সম্পৃক্তকরণের মাধ্যমে উন্নয়নকে টেকসই করার লক্ষ্যে কাজ করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

এ লক্ষ্যে শিশু, কিশোর ও তরুণদের জন্য ‘সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি’ পরিচালনা করছে। এ কর্মসূচি’র আওতায় দেশের প্রায় ১১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর মাঝে সৃজনশীল ও জ্ঞান-ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে তারা। যাতে অংশ নিয়েছে এক লাখ শিক্ষার্থী। তাদের মাধ্যম থেকে বাছাইকৃত ৭১০ জন কিশোর-কিশোরীদের নিয়ে বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন-২০১৮ আয়োজন করতে যাচ্ছে পিকেএসএফ।

(ঢাকাটাইমস/২০ অক্টোবর/জেআর/আরএ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :