মায়ের পাশে চিরশয্যায় বাচ্চু

ব্যুরো প্রধান, চট্টগ্রাম
| আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৯:০৫ | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৮, ১৮:১৬

বাংলাদেশের ব্যান্ড সংগীতের উজ্জ্বল নক্ষত্র আইয়ুব বাচ্চুকে জন্মস্থান চট্টগ্রামে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে চৈতন্য গলির বাইশ মহল্লা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

শনিবার বেলা ১১টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইটে আইয়ুব বাচ্চুর কফিনবন্দি মরদেহ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছালে মেয়র আ জ ম নাছির উদ্দীন এই শিল্পীর মরদেহ গ্রহণ করেন। এসময় বাচ্চুর স্ত্রী, ছেলেমেয়ে আর স্বজনেরা উপস্থিত ছিলেন।

বাদ আছর নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে আইয়ুব বাচ্চুর চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। তার আগে দুপুর থেকে এখানে শিল্পীর প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশের ব্যান্ড সংগীতের অঙ্গনে ‘গিটারের জাদুকর’ হিসেবে খ্যাত আইয়ুব বাচ্চু গত বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার ও প্লেব্যাক শিল্পী।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্ম নেওয়া আইয়ুব বাচ্চুর শৈশব-কৈশোরের অনেকটা সময় নানা বাড়িতেই কেটেছে। দাফনের আগে এই শিল্পীকে শেষবার দেখতে সেই বাড়িতেই ভিড় করেছেন বন্ধু, স্বাজন, আত্মীয় আর অগণিত ভক্ত।

চট্টগ্রামে কলেজে পড়ার সময় বন্ধুদের নিয়ে বাচ্চু গড়ে তোলেন একটি ব্যান্ডদল। শুরুতে ‘গোল্ডেন বয়েজ’ নাম দিলেও পরে বদলে রাখা হয় ‘আগলি বয়েজ’।

সেসময় পাড়া মহল্লার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চলত তাদের পরিবেশনা। চট্টগ্রামের বিভিন্ন হোটেল এবং বিয়ের অনুষ্ঠানেও বন্ধুদের নিয়ে গান গাইতেন বাচ্চু।

১৯৭৮ সালে পেশাদার ব্যান্ডশিল্পী হিসেবে বচ্চুর ক্যারিয়ার শুরু হয়। ব্যান্ড দল ‘ফিলিংস’ এর সঙ্গে সে সময় চট্টগ্রামের বিভিন্ন অভিজাত হোটেলে পারফর্ম করতেন তিনি। দুই বছরের মাথায় যোগ দেন জনপ্রিয় ব্যান্ড দল সোলসে।

টানা দশ বছর সোলসের লিড গিটার বাজানোর পর ১৯৯১ সালের ৫ এপ্রিল আইয়ুব বাচ্চু গড়ে তোলেন নতুন ব্যান্ড এলআরবি। শুরুতে এলআরবির পুরো নামটি ছিল ‘লিটল রিভার ব্যান্ড’, পরে তা বদলে নাম হয় ‘লাভ রানস ব্লাইন্ড’।

আইয়ুব বাচ্চুর নামে সড়ক হবে

এদিকে আইয়ুব বাচ্চুর নামে চট্টগ্রামে একটি সড়কের নামকরণের ইচ্ছে পোষণ করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। মেয়র বলেন, আইয়ুব বাচ্চুর নামে চট্টগ্রাম মুসলিম হলের নামকরণের চেষ্টা করবেন তিনি। পাশাপাশি সিটি করপোরেশন এলাকায় একটি সড়কের নামকরণেরও আশ্বাস দেন তিনি।

ঢাকাটাইমস/২০অক্টোবর/ডিএম

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে প্রকৌশলীকে চাপা দেওয়া বাসচালকের লাইসেন্স ছিল না: র‌্যাব

দেশীয় খেলা প্রসারের জন্য যা দরকার সরকার তা করছে: প্রধানমন্ত্রী

নির্বাচন অনেকটা ইনজেকশনের মতো, অনেকে ভয় পায়: ইসি আলমগীর

সড়ক দুর্ঘটনায় বছরে ক্ষতি ২৫ হাজার কোটি টাকার বেশি: বিআরটিএ

নানা আয়োজনে আমেরিকায় ‘বাংলাদেশ সম্মেলন’ অনুষ্ঠিত

অপতথ্য রোধে গণমাধ্যমকে ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

ফুলেল শ্রদ্ধায় শিব নারায়ণ দাশকে শেষ বিদায়

আগামী বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি

উপজেলা নির্বাচনের সময় আ.লীগের সব ধরনের কমিটি গঠন বন্ধ থাকবে: কাদের

হজ প্যাকেজের খরচ ১ লাখ ৪ হাজার টাকা কমানো হয়েছে: ধর্মমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :