‘২১ আগস্ট গ্রেনেড হামলাকারীরা নতুন ষড়যন্ত্রে লিপ্ত’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৮, ২১:১২

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড হাজেরা সুলতানা এমপি বলেছেন, ২১ আগস্ট যারা গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে ব্যর্থ হয়েছিল একাদশ জাতীয় সংসদকে সামনে রেখে তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

শনিবার বিকালে মির্জাপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির নির্বাচনী জনসভায় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পাকুল্যা বাসস্ট্যান্ডে আয়োজিত এ সভায় তিনি টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী হিসেবে টাঙ্গাইল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড গোলাম নওজব পাওয়ার চৌধুরীকে পরিচয় করিয়ে দেন।

মির্জাপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মীর শাহিনুর রহমান স্বাধীনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড গোলাম নওজব পাওয়ার চৌধুরী, টাঙ্গাইল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড মাহমুদুল হাসান পিপলু, টাঙ্গাইল জেলা যুব মৈত্রী নেতা সহিদুল ইসলাম উকিল প্রমুখ।

এ সময় হাজেরা সুলতানা এমপি তার বক্তৃতায় আরও বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের নামে স্বাধীনতাবিরোধী শক্তি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। ১৪ দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :