দ. আফ্রিকায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত

কমরেড খন্দকার, ঢাকাটাইমস
| আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৩:২২ | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৮, ১৩:০২

সাউথ আফ্রিকায় মুদির দোকানে আগুনে পুড়ে চার বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে তিন জন নিকটাত্মীয়। এদের দুই জন আবার ভাই।

২০ অক্টোবর দেশটির নর্থওয়েস্ট প্রভিংসের ব্রিটস শহরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। যারা মারা গেছেন, তারা হলেন ফেনীর দাগনভূঁইয়া উপজেলার জগৎপুর গ্রামের মমিনুল হক, সোনাগাজী উপজেলার মজলিশপুর গ্রামের আনোয়ার হোসেন ও মোশারফ হোসেন এবং জামালপুর জেলার মো. ইব্রাহীম।

নিহতদের মধ্যে আনোয়ার ও মোশাররফ দুই ভাই এবং মমিনুল তাদের মামা।

স্থানীয় ব্যবসায়ী বাদশা জানান, রাত দুইটার দিকে তাদের দোকানে আগুন লাগে। দোকানের ভেতরেই ছিলেন চার জন। আগুন লাগার পর তারা চেষ্টা করেও বের হতে পারেননি। পরে সকালে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

আনোয়ারের স্বজন নবিউল হক জানান, তার ভাগনে আমজান হোসেন (আনোয়ারের বড় ভাই) দক্ষিণ আফ্রিকা থেকে টেলিফোনে জানিয়েছেন, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর আগেই চারজনের মৃত্যু হয়।

এ ঘটনায় চার বাংলাদেশি ছাড়া আর কারও প্রাণহানি হয়েছে কি না, এই বিষয়টি এখনও নিশ্চিত করে বলতে পারছে না স্থানীয় প্রশাসন। আগুনে সব পুড়ে যাওয়ায় এ বিষয়ে কিছু ধারণা করা যায়নি। ফরেনসিক বিভাগের লোকজন এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে।

এই আগুন কী কারণে লেগেছে, সে বিষয়ে কোনো ধারণা করতে পারছেন না দোকান মালিক বাদশাহ।

ঢাকাটাইমস/২১অক্টোবর/সিকে/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :