কোটালীপাড়ায় দেশীয় বাদ্যযন্ত্রের ‘বাজনা প্রতিযোগিতা’

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৮, ১৩:০৭

আবহমান বাংলার লোকজ-সাংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে গোপালগঞ্জের কোটালীপাড়া অনুষ্ঠিত হল ঢাক, ঢোল ও বাঁশি বাজানো প্রতিযোগিতা। শনিবার রাতে কোটালীপাড়া উপজেলার পীড়ার বাড়ি বাজারের দূর্গা মন্দির কমিটি মন্দির চত্ত্বরে দূর্গাপূজা উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করেন।

সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, বরিশালের শতাধিক বাদ্যকার এ প্রতিযোগিতায় অংশ নেয়। এলাকার হাজার হাজার দর্শনার্থী রাত জেগে গভীর রাত পর্যন্ত এ প্রতিযোগিতা উপভোগ করেন। এই প্রতিযোগিতাকে কেন্দ্রে করে মন্দিরে চারপাশে বসে গ্রামীণ মেলাও।

অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অ্যাডভোকেট চিত্ত রঞ্জন বল, মন্দির কমিটির সভাপতি অরুন মল্লিক, সাধারণ সম্পাদক উৎপাল বাড়ৈ, অ্যাডভোকেট বুলেট মল্লিক উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২১অক্টোবর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :