সাত বাম দলের আরেক ঐক্য জোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৪:৪১ | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৮, ১৪:৩৯

সমমনা সাতটি বামপন্থী সমাজতান্ত্রিক দলের সমন্বয়ে গণতান্ত্রিক বাম ঐক্য নামের আরেকটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে। নতুন এই ঐক্যের সমন্বয়ক করা হয়েছে এম এ সামাদকে।

রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে গণতান্ত্রিক বাম ঐক্যের আত্মপ্রকাশ আয়োজন করা হয়।

সাতটি দল হলো- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল), জাতীয় বিপ্লবী পার্টি, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, বাংলাদেশের সোস্যালিস্ট পার্টি, বাংলাদেশের সমতা পার্টি ও বাংলাদেশের শ্রমিক পার্টি।

সামাদ বলেন, জাতির ক্রান্তিকালে মেহনতি মানুষের পাশে দাঁড়ানো, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র সুরক্ষায় এই ঐক্য কাজ করে যাবে। প্রতি তিন মাস পর পর ঐক্যের সমন্বয়কারী পরিবর্তন হবে বলেও জানান তিনি।

সাম্যবাদী দলের আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, ‘রাজনৈতিক ক্ষেত্রে চরম অস্থিরতা বিরাজ করছে। দেশের মানুষের ভোটাধিকার অনিশ্চিত।’

তিনি বলেন, ‘নতুন ঐক্যের লক্ষ্য অসাম্প্রদায়িক, জঙ্গিমুক্ত সমাজ গড়ে তোলা। ভবিষ্যতে গণতান্ত্রিক বামজোটের সাথে একাত্ম হয়ে কাজ করবে বাম ঐক্য। পাশাপাশি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার চেষ্টা চালিয়ে যাবেন তারা।

ঢাকাটাইমস/২১অক্টেবর/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :