সংসদের শেষ অধিবেশন শুরু, চলবে পাঁচদিন

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ১৮:১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নির্বাচনের তফসিল ঘোষণার আগে দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু হয়েছে আজ। আগামী বৃহস্পতিবার শেষ হবে এ সংসদের শেষ অধিবেশন।

রবিবার দশম জাতীয় সংসদের ‘কার্য উপদেষ্টা কমিটির’ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, আমির হোসেন আমু , তোফায়েল আহমেদ, ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, আ.স.ম. ফিরোজ, মইন উদ্দীন খান বাদল  এবং আনিসুল হক।

বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন বিকাল চারটা ১৫ মিনিট থেকে অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজনে দিন ও সময় স্পিকার পরিবর্তন করতে পারবেন।

এদিকে সংবিধান অনুযায়ী আগামী মাসের শুরুতে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

ঢাকাটাইমস/২১অক্টোবর/টিএ/ডিএম