নির্বাচনের তফসিল: ১ নভেম্বর বঙ্গভবন যাচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ২৩:০৫ | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৮, ১৮:৩৪
ফাইল ছবি: বঙ্গভবনে সিইসি

আগামী জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার জন্য আলোচনা করতে ১ নভেম্বর নির্বাচ কমিশনকে সময় দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আর তার সম্মতি নিয়েই ঘোষণা করা হবে তফসিল।

রবিবার নির্বাচন কমিশনের (ইসি) ৩৭ তম কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকে মাহবুব তালুকদার ছাড়া অন্য তিন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে হয় এই সভা।

আগামী ২৮, ২৯ ও ৩০ অক্টোবরের যেকোনো একদিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সময় চাওয়া হয়েছে বলেও জানান সচিব। বলেন, ‘এখনও সময় দেননি। ওনার ওনুমতি নিয়ে তফসিল ঘোষণা করব। এরপর আরেকটি (কমিশন )সভা করবো সেই সভায় তফসিল নিয়ে আলোচনা করব।’

তবে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ফোনে সাংবাদিকদেরকে জানান, ১ নভেম্বর নির্বাচন কমিশনকে সময় দেয়া হয়েছে।

আজকের সভার বিষয়ে কমিশন সচিব হেলালুদ্দীন বলেন, ‘কমিশন সভায় শুধু মাত্র আচরণবিধিমালা সংশোধনের বিষয়ে মাত্র দুটি প্রস্তাব অনুমোদন হয়েছে। বর্তমানে যে আচরণবিধিমালা আছে সেটি ২০০৮ সালের সর্বশেষ প্রণয়ন করা হয়েছিল। দুটি বিষয়ের মধ্যে একটি হলো ৯ এর (ক) এ জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না।’

‘প্রতীক হিসেবে জীবন্ত কিছু ব্যবহার করা যাবে না। ওয়ার্ল্ড লাইভ প্রিজারভেশন ১৯১২ এবং যারা পরিবেশবাদী তাদের আবেদনের প্রেক্ষিতে এবং আইনে প্রতি শ্রদ্ধা রেখে এই ধারা সংজোযন করা হয়েছে।’

পোস্টার হিসেবে আগে কাপড়, ডিজিটাল ডিসপ্লে, বা ইলেকট্রনিক মাধ্যমসহ যে কোনো প্রচারপত্রের কথা থাকলেও কাপড় শব্দটি বাদ দেয়া হয়েছে। ফলে কাপড় ব্যবহার করে পোস্টার বানানো যাবে না।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘ডিজিটাল ডিসপ্লেও থাকবে।’

পর্যবেক্ষক নীতিমালা আরও পরীক্ষা করা হবে বলেও জানান সচিব। বলেন, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয় আরপিও সংশোধন কারার জন্য পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/জেআর/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :