কলেজ শিক্ষাকে উন্নত করার পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ১৮:৪১

নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে কলেজ শিক্ষাকে আরো উন্নত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রবিবার দুপুরে আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটে কলেজ শিক্ষকদের নিয়ে ‘কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্প (সিইডিপি)’ শীর্ষক কর্মশালায় এ লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘কলেজ পর্যায়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাংকের সহায়তায় ১ হাজার ৪০ কোটি টাকার সিইডিপি প্রকল্প বাস্তবায়ন করছি। এই প্রকল্পের আওতায় দেশের ৫০০ শিক্ষককে মালয়েশিয়া ক্যাম্পাসে প্রশিক্ষণ দেওয়া হবে এবং এর লক্ষ্য হচ্ছে, কলেজ শিক্ষা ক্ষেত্রে কৌশলগত উন্নয়ন, দক্ষতার উন্নয়ন এবং শিক্ষক ও শিখন ব্যবস্থার উন্নয়ন।’

তিনি কলেজ-ইনস্টিটিউটের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘শোনা যাচ্ছে, বেলা ১১টার পর কলেজে শিক্ষক-শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না। কিভাবে পাওয়া যাবে? শিক্ষকরা সকাল সাতটা থেকে প্রাইভেট পড়ানো শুরু করে ১১টায় ক্লান্ত হয়ে বাসায় চলে যান। অধ্যক্ষ হতে লবিং করে উপর থেকে আমাদের বাধ্য করেন। তাই বলবো, এই ব্যবস্থার পরিবর্তন করে শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকরী ভূমিকা পালন করবেন।’

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার পরিবর্তনের লক্ষ্য নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ভবন নির্মাণ ও উন্নয়ন নয়, আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের মানের উন্নয়ন করবো। বিশ্ববিদ্যালয়কে গতানুগতিক নিয়ম থেকে বের হয়ে এসে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে। জ্ঞানচর্চা, অনুসন্ধান, নতুন জ্ঞান অর্জন এবং নতুন জ্ঞান সৃষ্টিতে জোর দিতে হবে।’

শিক্ষামন্ত্রী আরো বলেন, আমাদের দেশে প্রায় ২ হাজার ২৬০টি ডিগ্রি পর্যায়ের কলেজ রয়েছে, যার মধ্যে ৯০০টি অনার্স-মাস্টার্স পর্যায়ের। কলেজগুলো এমন একটা পরিস্থিতিতে চলছে, যে কোনো ব্রেক থ্রো করতে পারিনি মানগত দিক থেকে বা পরিচালনার দিক থেকে কিংবা সমতার দিক থেকে। আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে বিভিন্ন স্তরে কয়েকটি প্রকল্পের কাজ করছি। আট হাজার শিক্ষককে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রেনিং দেওয়া হবে। প্রথামিক পর্যায়ে শিক্ষক স্থায়ী প্রকল্প রয়েছে এবং মাধ্যমিক পর্যায়েও কিছু প্রকল্প কাজ করছে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশিদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের আন্তরিকভাবে শিক্ষা দিতে হবে। যার ফলে শিক্ষা ব্যবস্থায় আন্তর্জাতিক পর্যায়ের সমতা ফিরে আসবে।’

কর্মশালায় বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব সোহরাব হোসেন, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন অফিসার মোখলেসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমা শাহিন প্রমুখ।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/এআর)