তাইওয়ানে উচ্চ গতির ট্রেন লাইনচ্যুত, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৮, ১৯:২০

তাইওয়ানে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৭ জন নিহত এবং ১৩৭ জন আহত হয়েছেন। খবর বিবিসির।

তাইওয়ানের রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, রবিবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ইলান কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে। তারা এই ঘটনার তদন্ত করছেন।

দ্রুতগতির এই ট্রেনটি রাজধানী তাইপে থেকে পূর্বাঞ্চলের শহর তাইতুং-এ ৩৬৬ জন যাত্রী নিয়ে রওয়ানা দিয়েছিল। পথিমধ্যেই ট্রেনটির আটটি বগিই লাইনচ্যুত হয়ে পড়ে।

তাইওয়ানের কেন্দ্রীয় বার্তা সংস্থা জানায়, কয়েক ডজন যাত্রী এখনো ট্রেনের মধ্যে আটকা থাকতে পারেন। তাইপে থেকে ৭০ কিলোমিটার দূরে সু’আও শহরে জিনমা স্টেশনের কাছেই দুর্ঘটনার কবলে পড়ে পুযুমা এক্সপ্রেস নামে ট্রেনটি। তাৎক্ষণিকভাবে লাইনচ্যুত হওয়ার কারণ সম্পর্কে জানা যায়নি।

তবে প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, তারা বিকট একটি শব্দ শুনেছেন। তারপরই ধোঁয়া উঠতে দেখেছেন। দমকল কর্মীরা ও হাসপাতালের জরুরি বিভাগ আহতদের সহযোগিতা করছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ১২০ জন সেনাকে উদ্ধার তৎপরতায় অংশ নেয়ার জন্য পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :