মোস্তাফিজের হাত ধরে প্রথম শিকার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৯:৩৬ | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৮, ১৯:২৭

সামনে লক্ষ্যমাত্রাটা বেশ বড়। সেই কথা ভেবেই হয়তো শুরুতে ঝড়ুয়া ব্যাট চালাতে থাকে জিম্বাবুয়ে। রানের চাকাটা দ্রুত এগিয়ে নিতে থাকেন জিম্বাবুয়ের দুই ওপেনার। কিন্তু মোস্তাফিজুর রহমান এই জুটিকে বেশি বাড়তে দিলেন না। ইনিংসে প্রথমবারের মতো বোলিংয়ে এসেই উইকেট শিকার করলেন ‘কাটার মাস্টার’। ইনিংসের অষ্টম ওভারে ওপেনার চেফাস ঝুওয়াওকে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন এই টাইগার পেসার। ২৪ বল খেলে ৩৫ রান করেছেন ঝুওয়াও।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দেয়া ২৭২ রানের জয়ের টার্গেটে এখন ব্যাট করছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১০ ওভারে এক উইকেটে ৫৬ রান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে ওপেনার ইমরুল কায়েস সেঞ্চুরি করেন। ১৪০ বলে ১৪৪ রান করেন তিনি। হাফ সেঞ্চুরি করেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৫০ রান করে আউট হন তিনি। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে কাইল জারভিস ৪টি, টেন্ডাই সাতারা ৩টি ও ব্রান্ডন মাভুতা ১টি করে উইকেট শিকার করেন।

(ঢাকাটাইমস/২১ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :