লক্ষ্মীপুরে ভিজিএফের চাল বিক্রির অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৮, ২১:২৭

নিষেধাজ্ঞার সময় সরকারিভাবে বরাদ্দ ভিজিএফের চাল জেলেদের না দিয়ে কালোবাজারে বিক্রি করার অভিযোগে দুইজনের নাম উল্লেখ করে আরো পাঁচজনকে অজ্ঞাত আসামি করে রামগতি থানায় একটি মামলা করা হয়েছে।

রবিবার সকালে রামগতি খাদ্য গুদামের অফিস সহায়ক সামছুল বাহার বাদী হয়ে এ মামলা করেন। আটক জামাল উদ্দিনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রামগতি থানার ওসি এটিএম আরিচুল হক জানান, সরকারি ভিজিএফের চাল কালোবাজারে বিক্রি করার অভিযোগে বাজারের ব্যবসায়ী জামাল উদ্দিন ও আবুল কালামের নাম উল্লেখ্য করে আরো পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়। অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার সকালে গোপন সংবাদে আলেকজান্ডার বাজারে চেয়ারম্যান কামাল উদ্দিনের নিজস্ব কার্যালয়ের পাশে জামাল উদ্দিনের গুদামঘরে অভিযান চালান উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হক। এসময় গুদামঘর থাকা ২২ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করেন এবং ওই প্রতিষ্ঠানের মালিক জামাল উদ্দিনকে আটক করা হয়।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :