রুয়েট ভর্তি পরীক্ষায় উপস্থিত ৮৫ শতাংশ শিক্ষার্থী

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ২১:৩৯

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় ৮৫ শতাংশ পরীক্ষার্থীর অংশগ্রহণ করেন এবং 

ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেন রুয়েট জনসংযোগ দপ্তরের পরিচালক গোলাম মর্তুজা।

গোলাম মর্তুজা জানান, ভর্তি পরীক্ষায় ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে ৭ হাজার ৪৮৮ জন ভর্তিচ্ছু প্রবেশপত্র সংগ্রহ করেন। তবে রবিবার সকাল ৯টা থেকে বেলা ১২টা ১০ পর্যন্ত । ক ও খ গ্রুপের পরীক্ষায় মোট ৬ হাজার ৩৬৪ জন পরীক্ষার্থী অংশ নেন।

ভর্তি পরীক্ষা শুরুর পর রুয়েটের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম শেখ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ দপ্তারের ভারপ্রাপ্ত পরিচালক মামুনুর রশীদ বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

এছাড়া ভর্তিপ্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.ruet.ac.bd/admission/) পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/প্রতিনিধি/এলএ)