সাভারে জেলে ছদ্মবেশে ডাকাতিকালে আটক ৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৮, ১০:১৮

সাভারের আশুলিয়ায় জেলে ছদ্মবেশে ডাকাতিকালে ৮ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় ডাকাতদের হামলায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন জখম হয়েছেন।

রবিবার রাত ৯টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় এই ঘটনা ঘটে।

আটক আটজন হলেন, সোলায়মন হোসেন, বাবুল হোসেন, আরমান, আবদুল হালিম উদ্দিন, সোহান, মজিবর, আলম ও রুবেল।

আহত মজিবর রহমান ও রফিকুল ইসলাম জানান, জেলে ছদ্মবেশে রাস্তায় দাড়িয়ে ছিলেন ডাকাতরা। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ তাদের চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকাসহ মূল্যমান জিনিসপত্র ছিনিয়ে নেয় ডাকাতরা।

এসময় পথচারীদেরও জিম্মি করে ডাকাতরা সবকিছু ছিনিয়ে নেয়। প্রাণ বাঁচাতে কেউ কেউ এসময় পানিতে ঝাপিয়ে পড়েন। ডাকাতের হামলা তারা দুইজন জখম হন। পরে তাদের চিৎকারে স্থানীয়রা উদ্ধার করেন ও ডাকাতদের আটক করে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ জানান, মহাসড়কের পাশে বিভিন্ন বেশে আটক ব্যক্তিরা ডাকাতি করে থাকে। ডাকাতির খবর পেয়ে অভিযান চালিয়ে ডাকাতদের হাতেনাতে আটক করা হয়েছে। এছাড়া জখম ব্যক্তিদের চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :