চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৮, ১৫:২৫

চাঁপাইনবাবগঞ্জের শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। সোমবার ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে। নিহত জেম আলী শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের আব্দুল হামিদের ছেলে।

মনাকষা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন খুররম জনান, সোমবার ভোর ৫টার দিকে শিংনগর সীমান্তের ১৭৫ ও ১৭৬ নাম্বার সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় জমিতে কাজ করতে যায় জেমসহ আরও কয়েকজন।

এসময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে জেমের ডান পাজরে গুলি লাগে। এসময় তার সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এখলাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি জানান, ‘জেম কেন সীমান্তে গিয়েছিলেন বা তাকে কারা হত্যা করেছে এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়েছে।

ঢাকাটাইমস/২২অক্টোবর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :