আট ফুট দুই ইঞ্চির জিন্নাত

আশিক আহমেদ, ঢাকাটাইমস
| আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ২০:২৬ | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৮, ১৮:৪৮
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে জিন্নাত আলী

বাড়তে বাড়তে আট ফুট দুই ইঞ্চি পর্যন্ত লম্বা হয়েছেন ২২ বছরের যুবক জিন্নাত আলী। চিকিৎসকরা একে হরমোন জাতীয় বিরল রোগের ফল বলে শনাক্ত করে তাকে চিকিৎসা দিচ্ছেন। তবে জিন্নাতের উচ্চতা এতটাই বেশি যে, হাসপাতালের বেডে তার পুরো শরীর ধরছে না। ফলে বাধ্য হয়েই তাকে রাখতে হচ্ছে মেঝেতে।

জিন্নাত আলী বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক মো. ফরিদ উদ্দিনের অধীনে চিকিৎসাধীন।

বিরল রোগে আক্রান্ত হয়ে বছরে জিন্নাতের শরীর বাড়ছে তিন থেকে চার ইঞ্চি করে। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তার পায়ে প্রচণ্ড ব্যথা ও পা কামড়াতে থাকে।

এভাবে এ পর্যন্ত আট ফুট দুই ইঞ্চি লম্বা হয়েছেন জিন্নাত।

জিন্নাত আলী কক্সবাজারের রামু উপজেলার বড়বিল গ্রামে আমির হামজা ও শাহফোরা বেগমের সন্তান। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়। হাসপাতালের চারতলায় কেবিনে ভর্তি থাকা জিন্নাতের দেখাশোনা করছেন তার বড় ভাই ইলিয়াছ।

তবে চরম আর্থিক সংকটে জিন্নাতের চিকিৎসা ব্যয় মেটানো যাচ্ছে না বলে জানিয়ে সবার কাছে সহায়তা চেয়েছেন ইলিয়াস।

সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিনে জিন্নাত আলী ঢাকাটাইমসকে বলেন, ‘যখন আমার ১১ বছর বয়স, তখন থেকে প্রতি বছরে আমার শরীর তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত বাড়তে থাকে। সেই সঙ্গে দুই পায়ে ব্যথা ও কামড়াতে থাকে। স্থানীয়ভাবে অনেক চিকিৎসা নিয়েছি, কোনো লাভ হয়নি। পরে স্থানীয় সংসদ সদস্য, ইউপি চেয়ারম্যান ও কক্সবাজারের জেলা প্রশাসকের শরনাপন্ন হয়েছি। এমপির সহযোগিতায় এখানে ভর্তি হয়েছি।

জিন্নাত আলীর বড় ভাই ঢাকাটাইমসকে বলেন, ‘এই ১০ বছর ধরে ভাইয়ের পিছনে চিকিৎসা করতে সবকিছুই খুইয়েছি। ভাইকে দেখাশোনার কারণে আমার স্ত্রী তাছলিমা আক্তার আমাকে ছেড়ে চলে গেছেন। কিন্তু আমি ভাইকে ছাড়তে পারিনি। আমার এক ছেলে, এক মেয়ে। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করি। অভাব-অনটনে ভাইকে ভালো চিকিৎসা করাতে পারিনি। যতটুকু পেরেছি করেছি। ভাইয়ের চিকিৎসার জন্য আপনাদের সহযোগিতা চাই।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন ঢাকাটাইমসকে জানান, জিন্নাত হরমোন জাতীয় বিরল রোগে আক্রান্ত। বর্তমানে তিনি এন্ডোক্রাইনোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এএ/এআর)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

যে পাঁচ সমস্যায় আক্রান্তরা গুড় খাওয়ার আগে একবার ভাবুন, নইলে...

সাজেদুর রহমান শাফায়েতের স্বপ্ন পৃথিবী ঘুরে দেখা

খাওয়ার পরপরই চা পান উপকার না ক্ষতি? কী বলছেন বিশেষজ্ঞরা

জ্বরের মধ্যে যে পাঁচ খাবার খেলেই বিপদ! জানুন, সাবধান হোন

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে ডায়াবেটিস রোগীদের! সুস্থ থাকবেন যেভাবে

মুখে দুর্গন্ধের কারণে হা করতেও অস্বস্তি লাগে? সমাধান কী জানুন

লিভার ভালো রাখে লাউ! ওজন এবং উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

কিডনি ভালো রাখে আমের পাতা! উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

ইফতার ও সাহরিতে বাহারি আয়োজন ধানমন্ডির দ্য ফরেস্ট লাউঞ্জে

বারবার ফোটানো চা খেলেই মারাত্মক বিপদ! বাঁচতে হলে জানুন

এই বিভাগের সব খবর

শিরোনাম :