মইনুলের কটূক্তিতে নারী সমাজ বিক্ষুব্ধ: অ্যাটর্নি জেনারেল

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৮, ১৯:০১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

সাংবাদিক মাসুদা ভাট্টি সম্পর্কে মইনুল হোসেনের কটূক্তিতে সারাদেশের নারী সমাজ বিক্ষুব্ধ ও আহত হয়েছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। কুড়িগ্রামের মানহানির মামলায় মইনুল হোসেন হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর সোমবার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

মাহবুবে আলম বলেন, ‘মইনুল হোসেনের বিরুদ্ধে আজকেও (কুড়িগ্রামের মামলা) একটি মামলায় হাইকোর্টে জামিনের আবেদনের শুনানি হয়েছে। শুনানিতে বলেছি, তার সেই কটূক্তিতে আমাদের সারাদেশের নারী সমাজ বিক্ষুব্ধ এবং আহত। তার (মইনুল) বক্তব্যকে উল্লেখ করে তার বিরুদ্ধে নালিশি মামলা হয়েছে। ওই মামলায় মইনুল হোসেন অন্তর্বর্তীকালীন জামিন নিতে হাইকোর্টে এসেছিলেন। আমি শুনানিকালে আদালতকে ষ্পষ্টভাবে বলেছি, তিনি একজন নারীকে উদ্দেশ্য করে যে কটূক্তি করেছেন, তাতে সমগ্র নারী সমাজ আহত হয়েছে, বিক্ষুব্ধ হয়েছে এবং আমাদের দেশের ভাবমূর্তিও নষ্ট হয়েছে। কারণ, ওই অনুষ্ঠানটি সমগ্র বিশ্বের সকলেই দেখেছে।’

 

আদালতে মইনুলের জামিনের বিরোধিতা করে শুনানি প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘সবচেয়ে শেষ কথা হলো- জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবিরের সঙ্গেও তার (মইনুল) যোগাযোগ আছে বলে দম্ভোক্তি করে টেলিভিশনে বক্তব্য দিয়েছেন। মামলার এজাহারে এই কথারও উল্লেখ আছে। যেহেতু জামায়াতের কোনো রেজিস্ট্রেশন নেই, তাই তার অঙ্গসংগঠন ছাত্রদেরও (ছাত্রশিবির) আইনগত বৈধতা নেই। তারপরও তিনি (মইনুল) যদি এভাবে বলেন যে, তাদের (জামায়াত) সঙ্গে যোগাযোগ থাকায় আমি গর্বিত, তাহলে সারাদেশবাসী আহত হয়।’

‘আমি এই কথাগুলো আদালতকে বলেছি। তাছাড়াও তিনি যদি জামিন চান, তবে তাকে নিম্ন আদালতে গিয়ে জামিন চাইতে হবে। এটা এমন কোনো মামলা নয় যে হাইকোর্ট থেকে জামিন নিতে হবে। যাই হোক, অনেকক্ষণ শুনানি করে হাইকোর্ট তাকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।’

এদিকে শুনানিকালে হাইকোর্ট বলেন, ‘যেহেতু যিনি সংক্ষুব্ধ ব্যক্তি তিনি এই মামলা (কুড়িগ্রামের মামলা) করেননি, তাহলে এই মামলা কিভাবে চলে?’ এ প্রসঙ্গে মাহবুবে আলম বলেন, আমি স্পষ্টভাবে আদালতকে বলেছি, কেন এই মামলাকারী নারী বিক্ষুব্ধ হয়েছেন। এটা বলা যাবে না যে, তাকে (মাসুদা ভাট্টি) একা বললে নারী সমাজ বিক্ষুব্ধ হবে না। আমাদের দেশের সমগ্র নারীসমাজ এই ধরনের ঢালাও বক্তব্যে আহত হয়েছে এবং ক্ষুব্ধ হয়েছে।’

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এমবি/এআর)