বিশ্বকাপে প্রতিটি ধাপই চ্যালেঞ্জ: সালমা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৯:২৩ | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৮, ১৯:২২

আগামী ৯-২৪ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ষষ্ঠ আসর। এই টুর্নামেন্টে অংশ নিবে বাংলাদেশ। বিশ্বকাপে অংশ নিতে আগামীকাল মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলের অধিনায়ক সালমা খাতুন।

বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে সালমা খাতুন বলেন, ‘যাওয়ার আগে আমরা তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে যাচ্ছি, ছেলেদের সঙ্গে। দুটো হয়ে গেছে, আজকে তৃতীয় ম্যাচ। দুটো ম্যাচেই আমরা হেরেছি। কিন্তু আমাদের মেয়েরা অনেক ভালো পারফরম্যান্স করেছে। আশা করি, আজকের ম্যাচটিও ভালো হবে। এই পারফরম্যান্স বিশ্বকাপে করতে পারলে আমরা আরো ভালো করব।’

ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন নিয়ে সালমা খাতুন বলেন, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই আমরা ১০-১২ দিন আগে যাচ্ছি। ওদের কন্ডিশন, আবহাওয়া এবং উইকেট নিয়ে আমাদের সবই অজানা। আমরা যেহেতু আগে যাচ্ছি, তাই আশা করছি সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়ে আমরা ভালো করতে পারব।’

বিশ্বকাপের গ্রুপ নিয়ে তিনি বলেন, ‘দুটো গ্রুপই বেশ শক্তিশালী। দুই গ্রুপকেই শক্তিশালী হিসাবে দেখা হচ্ছে। এখন কিন্তু আমাদের নিয়েও সবাই চিন্তা করে। আশা করছি সবকিছু মিলিয়ে আমরা খুব ভালো করব। সবাইকে আশা দিতে পারি এবার।’

দলের বোলিং আক্রমণ নিয়ে তিনি বলেন, ‘আমাদের স্পিন আক্রমণ অনেক শক্তিশালী। এখন পেস বোলাররাও ভালো করছে। যদি পেস বোলার আর স্পিনারদের একসাথে ব্যবহার করা যায় তাহলে পেস বোলাররা ভাল করবে। আবার স্পিনারদেরও ভাল করার সুযোগ আছে। আশা করি সবাই ভালো করবে। ওখানে যাচ্ছি। উইকেট দেখব। এরপর বলতে পারব ওখানকার উইকেটে স্পিনারদের কতোটা কাজে লাগাতে পারব। আশা করছি, ওখানে স্পিনাররা ভালো করবে।’

চ্যাম্পিয়ন হতে হলে কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এমন প্রশ্নের উত্তরে সালমা খাতুন বলেন, ‘প্রতিটি ধাপই আমাদের চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ নিয়ে খেলতে আমরা ভালবাসি। তাই চ্যালেঞ্জ নিয়েই যাচ্ছি আমরা। ম্যাচ বাই ম্যাচ সেখানে আমরা দেখব কী করা যায়।’

সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশের মেয়েরা। এ বিষয়ে সালমা খাতুন বলেন, ‘পাকিস্তানের সঙ্গে ম্যাচের পর আমরা ক্যাম্প করেছি। দুটো ম্যাচও খেলেছি। আমাদের মেয়েরা অনেকেই কামব্যাক করেছে। ওই কামব্যাক আমাদের দরকার। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচে আমরা জিতেছিলাম। এজন্য আমরা আত্মবিশ্বাসী। আশা করি আত্মবিশ্বাস নিয়েই সেখানে ভালো খেলতে পারব আমরা।’

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/এইচএ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :