আ.লীগ আহাম্মকের দল: মান্না

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ০০:১৩ | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৮, ২১:৪৮
ফাইল ছবি: মাহমুদুর রহমান মান্না

ক্ষমতাসীন আওয়ামী লীগকে আহাম্মক বলেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না। বলেছেন, ‘আওয়ামী লীগ হলো আহাম্মক, ওরা আহম্মকের রাজ্যে বসবাস করে।’

সোমবার রাজধানীতে ‘নির্বাচন ও মানবধিকার’ বিষয়ে এক আলোচনায় বক্তব্য রাখার সময় এ কথা বলেন মান্না।

ঐক্যফ্রন্ট নেতা বলেন, ‘সরকার ভেবেছে বিএনপি একটা বেকুব দল। কিন্তু তারা এখন দেখছে বিএনপিই এখন রাজনীতির মাঠে বেশি চতুরতার পরিচয় দিচ্ছে। সরকারকে এবার আর ফাঁকা মাঠে গোল দিতে দিবে না। তাই তারা ভাবছে কোনো ভাবে যদি বিএনপিকে উস্কে দেয়া যায় তাহলে তারা নির্বাচনে আসবে না। কিন্তু সরকারের সেই চালে সফলকাম হয়নি। তাই এখন তাদের নেতারা পাগলের মত হয়ে বিএনপিকে নিয়ে অশালীন বাক্যচয়ন করছে।’

‘একটা মিথ্যা মামলা দিয়ে বেগম জিয়াকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। সেটার মাধ্যমে বিএনপি আর চাঙ্গা হয়েছে। বিএনপিকে তারা ক্ষেপিয়ে তুলতে তারা নানা কৌশল করছে, কিন্তু সফল হতে পারেনি।’

মান্না বলেন, ‘গতবারের নির্বাচনে সরকার যে ভন্ডামি করেছে সেটা এবার আর হতে দেবে না সাধারণ জনগণ। বিএনপির নেতাকর্মীরা এবার চিড়া মুড়ি নিয়ে গিয়ে ভোট কেন্দ্রে বসে থাকবে, দেখি কীভাবে এই সরকার ভোট কেটে নেয়।’

সিলেটে ঐক্যফ্রন্টের বুধবারের সমাবেশের অনুমতি দিতে সরকার বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন মান্না। বলেন, ‘তারা দেখেছে যে এই ঐক্যফ্রন্টকে ঠেকানোর ক্ষমতা সরকারের নেই, তাই সরকার এক প্রকার বাধ্য হয়েই অনুমতি দিয়েছে।

‘মানুষের মুখে শুনি শেখ হাসিনা সবেই পারে, তার দ্বারা সবই সম্ভব। কই সিলেটের সমাবেশ তো বন্ধ করতে পারল না!’

সিলেটের জনসভায় জনগণের জোয়ার বয়ে যাবে বলেও দাবি করেন মান্না। বলেন, ‘কোন প্রচারণা ছাড়াই সিলেটের মানুষ জনসভার প্রস্তুতি নিচ্ছে। গণতান্ত্রিক দেশে সভা সমাবেশ করার অধিকার সবারই আছে।’

২৭ অক্টোবর চট্টগ্রামে ঐক্যফ্রন্ট সমাবেশ করবে জানিয়ে মান্না বলেন, ‘আমরা সমাবেশ করব। পারলে আপনারা ঠেকান।’

পুলিশকে উদ্দেশ্য করে ঐক্যফ্রন্ট নেতা বলেন, ‘পুলিশ ভাই আপনারা ভাবছেন যে বেচে যাবেন? না, আপনারাও পার পাবেন না। সময় আমাদেরও একদিন আসবে তখন পালানোর পথ পাবেন না।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হাই শিকদার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, জাতীয় পার্টির একাংশের নেতা আহসান হাবিব লিংকন প্রমুখ আলোচনায় বক্তব্য রাখেন।

ঢাকাটাইমস/২২অক্টোবর/এসআর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :