হুয়াওয়ের ৮ জিবি র‌্যামের ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৮, ১০:০১

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের সাব-ব্র্যান্ড হনর সিরিজের নতুন ফোন আসছে। এটি হনর ম্যাজিক টু। অফিসিয়ালি ফোনটির ছবি প্রকাশিত হয়েছে। স্লাইডার ডিজাইনে তৈরি ফোনটিতে হাই-এন্ড কনফিগারেশন রয়েছে।

জিসিএম এরিনা জানিয়েছে, ফোনটি ৩১ অক্টোবর বাজারে আসবে। অল ডিসপ্লের এই ফোনে কোনো নচ নেই।

উইবোর এক প্রতিবেদনে জানা গেছে, দুইটি রঙে ফোনটি বাজারে পাওয়া যাবে।

ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। এতে থ্রিডি ফেস আনলকিং ফিচার আছে।

হনর ম্যাজিক টু ফোনটিতে রয়েছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস টাচস্ক্রিন ডিসপ্লে। এতে কিরিন ৯৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে।

ফোনটি পরিচালনার জন্য রয়েছে ৮ জিবি র‌্যাম। এর স্টোরেজ ১২৮ জিবি। ব্যাকআপের জন্য আছে ৩৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

নতুন হনর ফোনে ২৪ ও ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা