ইসকোকে খোঁচা রোনালদোর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৫:২৬ | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৮, ১০:২১

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের পর থেকে ধুঁকছে রিয়াল মাদ্রিদ। সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন হুলেন লোপেতেগির দল। শনিবার লা লিগায় লেভান্তের কাছে হারের পর পুরনো প্রশ্নটা আবার নতুন করে সামনে এল- রোনালদোর অভাব কি টের পাচ্ছে রিয়াল? জবাবে কিছুটা বিরক্তি নিয়েই ইসকো বলেছেন, ‘আমরা এমন একজনের জন্য কান্নাকাটি করতে পারিনা, যে কিনা এখানে থাকতেই চায়নি।’ রোনালদো আবার তার সাবেক সতীর্থের কথায় সম্মতি প্রকাশ করেছেন।

রিয়ালের সঙ্গে মূলত বেতন-ভাতা নিয়ে বেধে গিয়েছিল রোনালদোর। পারিশ্রমিকটা আরেকটু বাড়িয়ে নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ তার প্রস্তাবে রাজি হয়নি। ওদিকে জুভেন্টাস ওঁৎ পেতে ছিল। রিয়ালের সঙ্গে রোনালদোর দ্বন্দ্বে সুযোগ নিল তারা। লোভনীয় বেতন প্রস্তাব করায় রোনালদোও রাজি হয়ে গেলেন চুক্তি করতে। রাশিয়া বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে ১১২ মিলিয়ন ইউরোতে তিনি নাম লেখালেন ইতালির ঐতিহ্যবাহী ক্লাবটিতে। তুরিনোতে এখন সময়টা ভালোই কাটছে তার। ইসকোকে তাই খোঁচা দিয়ে রোনালদো বলেছেন, ‘হ্যাঁ, এটাই সত্য। তোমরা কান্নাকাটি করতে পার না। তবে আমি ওদের (জুভেন্টাস) সঙ্গে ভালোই আছি।’

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এআর)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :