ঢাবি ‘ঘ’ ইউনিটে উত্তীর্ণদের আবার পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৮:২৪ | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৮, ১৫:১৪
‘ঘ’ ইউনিটে পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগের মধ্যে নতুন করে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে সব পরীক্ষার্থী নয়, নতুন করে পরীক্ষা দেবেন ১২ তারিখের পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার ৪৬৩ জন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান। বলেন, ‘আমরা পরীক্ষাটা আবার নেব। তবে যারা পাস করেছে শুধু তাদের।’

পরীক্ষা নেয়ার পর পরই প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নিয়ে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মাদ সামাদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি একজন ভর্তিচ্ছুর মোবাইলে সকাল ৯টা ১৭ মিনিটে প্রশ্ন পাওয়ার প্রমাণ পায়। এই প্রমাণ পাওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ ১৬ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করে।

এই পরীক্ষায় পাসের হার গত কয়েক বছরের তুলনায় ছিল বেশি। শতকরা ২৬ শতাংশ পাস সাম্প্রতিক ইতিহাসে নেই। এরপরও বিশ্ববিদ্যারয় কর্তৃপক্ষ পরীক্ষা বাতিলের বিষয়ে এতদিন সিদ্ধান্ত নিতে পারেনি।

পরীক্ষা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে, আইন অনুষদের তৃতীয় বর্ষের একজন ছাত্র অনশনও শুরু করেন। আর সেই অনশনে গিয়ে সংহতি জানায় সরকারপন্থী ছাত্র সংগঠন ছাত্রলীগও। তারাও পরীক্ষা বাতিলের দাবি জানায়।

পরীক্ষা বাতিলের দাবিতে উচ্চ আদালতে রিট আবেদনও করা হয়। মাঠে নামে ছাত্রলীগও। এর মধ্যে ২২ অক্টোবর অধিকতর তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর পরের দিনই নতুন করে পরীক্ষা গ্রহণের এই সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উপাচার্য বলেন, কবে এবং কোন পদ্ধতিতে এই পরীক্ষা নেয়া হবে সেটা ঘ ইউনিটের সমন্বয়কারী ও অন্যান্য অনুষদের ডিনবৃন্দ আলোচনার মাধ্যমে নির্ধারণ করবেন।

প্রশ্ন ফাঁস যেন আর না হয় সে জন্য কী সিদ্ধান্ত হয়েছে- এমন প্রশ্নে আখতারুজ্জামান বলেন, ‘এ মুহূর্তে এ বিষয়ে আর বেশি বক্তব্য দেয়ার সুযোগ নেই। এই মুহূর্তে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পুনরায় নেয়া হবে।’

সিন্ধান্ত অনুযায়ী পুনরায় পরীক্ষার সমন্বয় করবেন যৌথভাবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম, কলা অনুষদের ডিন আবু মো. দেলোয়ার হোসেন, আইন অনুষদের ডিন রহমত উল্লাহ ও জীববিজ্ঞান অনুষদের ডিন এমদাদ হোসেন।

বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে ছাত্রলীগের পক্ষ থেকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। বলেছেন, ‘বঙ্গবন্ধুর আর্দশের সৈনিকেরা কখনো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করেনি এবং কখনো করবে না’।

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরো বেশি সর্তক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের যাতে ভবিষ্যতে আর এই পরিস্থিতি দেখতে না হয়’।

‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পুনরায় নেওয়ার সিদ্ধান্তকে ‘যুগান্তকারী’ বলেছেন পরীক্ষা বাতিলের দাবিতে অনশন করা আখতার হোসেনও। এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় এটি মনে রাখবে এবং ভবিষ্যতে প্রশ্ন যাতে আর ফাঁস না হয় সেজন্য এই সিদ্ধান্তটি বেরিয়ার (বাধা) হিসেবে কাজ করবে’।

ঢাকাটাইমস/২৩অক্টোবর/এনএইচএস/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

বরিশালে ভিবিডির 'হিটস্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা' বিষয়ক ক্যাম্পেইন

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

প্রচণ্ড দাবদাহের কারণে অনলাইনে ক্লাস নেবে কুবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :