ইনজুরি নিয়ে খেলার ব্যাখ্যা দিলেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৬:৪৪ | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৮, ১৫:২৫

এশিয়া কাপে খেলার সময়ই ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে শোয়েব মালিকের ক্যাচ নিতে গিয়ে হাতে ব্যথা পেয়েছিলেন তিনি। তাছাড়া তার উঁরুতেও কিছুটা সমস্যা ছিল। এই কারণে জিম্বাবুয়ে সিরিজের আগে পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেননি মাশরাফি। ইনজুরিও পুরোপুরি ভালো হয়নি। তারপরও ইনজুরি নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলছেন তিনি।

চট্টগ্রামে আগামীকাল (বুধবার) জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন টাইগার দলপতি। এসময় নিজের ইনজুরি নিয়ে খেলার কারণও তুলে ধরেন তিনি।

ইনজুরি নিয়ে খেলার কারণ মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আমার একটু সময়ের দরকার। আমি তো তিন সপ্তাহ অনুশীলন করতে পারিনি। পুরো ক্লিয়ার হয়নি। আমি হয়তো ব্রেকে থাকতে পারতাম। কিন্তু আমি তো একটা ফরম্যাটই খেলি। এটার পর চার-পাঁচ সপ্তাহের মতো ব্রেক আছে। কিছুটা ট্রিটমেন্টের দরকার। চিন্তাও করছি। স্ট্রেংথ এবং ফিটনেসের কাজ ঠিকঠাক মতো করতে পারলে আশা করি ভালো হবে। ওইখানে বল লেগেছে আবার গ্রোয়েন আছে। ফিজিও খুব ভালো ট্রিটমেন্ট করেছে। মোটামুটি ম্যানেজেবল। কিন্তু এর থেকে ভালো ফিটনেস নিয়ে খেলি।’

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমানকে দিয়ে আট ওভার বল করান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবুয়ে ৫০ ওভারই ব্যাট করেছিল। তারপরও মোস্তাফিজের মতো সেরা বোলারকে কেন দুই ওভার কম বল করিয়েছেন টাইগার দলপতি।

মোস্তাফিজের বিষয় নিয়ে মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘কোটা ফুল করা গুরুত্বপূর্ণ না। প্রথমত ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, ওর শরীরটা খারাপ ছিল। আস্তে আস্তে ফিরেছে। ভালো অবস্থায় আসছে। আজ নেটে ফুল রান আপে বোলিংও করেছে। মোস্তাফিজের কনুইয়ে একটু ব্যথা আছে। আজ বোলিংও করেছে। আজ ফিজিও রিপোর্ট দিবে।’

তিনি আরো বলেন, ‘ফুল কোটা করতে গেলে আমাদেরও খেয়াল রাখতে হয় যে পরপর সিরিজ আসছে, টেস্ট ম্যাচও আসছে। যারা টেস্ট খেলবে তাদের ওপর যেন চাপ না আসে। যদি আমরা ম্যাচ জেতার দিকে থাকি তাহলে এসব জিনিস চিন্তার মধ্যে থাকে। ও নিজেই বলেছিল যে ব্যথা অনুভব হচ্ছে। বল করতে চাচ্ছিল না। তাই ওকে ব্রেক দেওয়া।’

(ঢাকাটাইমস/২৩ অক্টোবর/এইচএ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :