মইনুলের গ্রেপ্তার রাজনীতির কারণে নয়: কাদের

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ১৬:২০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়া মইনুল হোসেনকে ব্যক্তিগত অপরাধের কারণে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তার বিরুদ্ধে যে মামলা হয়েছে, তাতে তাকে গ্রেপ্তার করাটাই জরুরি ছিল। মঙ্গলবার সকালে সচিবলায়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন কাদের।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গত ১৩ অক্টোবর বিএনপি, জাতীয় ঐক্যপ্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐক্য মিলে গঠন করা ঐক্যফ্রন্টে যোগ দেন।

১৬ অক্টোবর বেসরকারি টেলিভিশন একাত্তরের লাইভে এসে নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে সমালোচনার মুখে পড়েন। আর মামলার পর সোমবার রাতে গ্রেপ্তার হন তিনি।

বিএনপি অভিযোগ করছে, মইনুল হোসেন গণতন্ত্রের পক্ষে কথা বলেন বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি ঐক্যফ্রন্টের নব্য নেতা, এসব বিবেচনা করে তাকে (মইনুল) গ্রেপ্তার করা হয়নি। ব্যক্তি হিসেবে তিনি যে অপরাধ করেছন সেজন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

‘এখানে কোন জোটের বিষয় নয়, এখানে ব্যক্তি অপরাধের বিষয়। তিনি একজন নারী সাংবাদিককে যেভাবে অ্যাবিউজ করেছেন এটা কি কোন ভদ্র লোকের পক্ষে এ ধরনের আচরণ করা সম্ভব?’

‘তার বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলায় তাকে গ্রেপ্তার করাটাই জরুরি ছিল। পুলিশ গ্রেপ্তার করেছে।’

পার পেয়ে গেলে অনেকেই এ ধরনের অপরাধ করতে পারে মন্তব্য করে কাদের আরও বলেন, ‘যাকে তাকে যে কেউ অশোভন, অমার্জিত গালি দিতে পারেন না।’

জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘নির্বাচনের শিডিউল ঘোষণার পর নির্বাচনী আচারণবিধি পুরোপুরি নির্বাচন কমিশনের আওতায় চলে যাবে। কমিশনের আচারণবিধি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’

‘রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশ নেবেন তারা নির্বাচন কমিশনের আওতায় চলে যাবে, তখন মন্ত্রীদের দায়িত্ব কর্তব্য সীমিত হয়ে যাবে। তখন কেবিনট শুধু মাত্র রুটিন ওয়ার্ক করবে, কোন ধরনের মেজর ডিসিশন নিতে পারবে না।’

ঢাকাটাইমস/২৩অক্টোবর/এমএম/ডব্লিউবি