তবুও উদ্বিগ্ন মাশরাফি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৮, ১৬:২৭

সেই এশিয়া কাপ থেকে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ প্রতিটি ম্যাচে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ছে। পরে মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানরা লড়াইয়ে পুঁজি এনে দিচ্ছে। গত ২১ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেও বাংলাদেশ শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়েছিল। সপ্তম উইকেট জুটিতে ইমরুল কায়েস ও মোহাম্মদ সাইফউদ্দিনের ১২৭ রানের জুটির সুবাদে লড়াইয়ের পুঁজি পায় টাইগাররা।

ইমরুল কায়েস সেঞ্চুরি করেন। মোহাম্মদ সাইফউদ্দিন হাফ সেঞ্চুরি করেন। ওপেনিং ব্যাটসম্যান সেঞ্চুরি করলেও দলীয় স্কোর যতোটা বড় হওয়া দরকার ততটা বড় হয়নি। এর আগে গত মাসে এশিয়া কাপের ফাইনাল ম্যাচে সেঞ্চুরি করেছিলেন টাইগার ওপেনার লিটন দাস। কিন্তু ওই ম্যাচেও দলীয় স্কোর বড় হয়নি। এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা।

আগামীকাল (বুধবার) জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। এই ম্যাচ সামনে রেখে মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন মাশরাফি বিন মুর্তজা।

ইনিংসের শুরুতেই দলের এমন ব্যাটিং ধস নিয়ে মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘দেখেন দুদিক থেকে চিন্তা করতে হবে। সাইফউদ্দিন রান করায় আমি খুশি হয়েছি। আমি আগেও বলেছি হয়তো আইডল পরিস্থিতি না। কিন্তু এ সমস্ত সুযোগ যদি না আসত তাহলে ওদেরও আত্মবিশ্বাস বাড়ত না। আমাদেরও আত্মবিশ্বাসের লেভেল বাড়ত না। অনেক সময় যেটা হয় অন্যান্য দলে, টপ অর্ডারে রান হলে মিডল অর্ডারে এক্সপোজ হয় না। আমাদের ক্ষেত্রে লেট মিডল অর্ডারও এক্সপোজ হয়ে যায়। এবার সেখান থেকে ফিরে আসতে পেরেছি। এটা কিন্তু আমাদের উপরে যেতে সহায়তা করবে। সবসময় যদি আপনি মুশফিক-রিয়াদ পর্যন্ত গিয়ে খেলা শেষ করেন এবং বড় স্টেজে গিয়ে যখন এটা হবে না তখন কিন্তু টিম ডাউন হয়ে যায়। এটা একদিক থেকে ভালো। মিডল অর্ডারের পরও যে লেট মিডল অর্ডার এক্সপোজ হয়েছে সেটা ভালো। ওরা রান করেছে। আবার পরপর তিন উইকেট পড়াটা আইডল না।’

তিনি আরো বলেন, ‘আরেকটা ইতিবাচক দিক আছে। তামিম না থাকলেও পরপর দুই ম্যাচে ওপেনাররা সেঞ্চুরি করেছে। এটা অনেক বড় পাওয়া। কারণ এখানটায় আমরা অনেক দিন থেকে স্ট্রাগল করছিলাম। পরপর দুই ম্যাচে ওপেনাররা সেঞ্চুরি করল। এখন যেটা হচ্ছে, একজন ১০০ করার পরও রানটা তিনশ হচ্ছে না। টপ অর্ডারে একজন ১০০ করলে রান ৩০০ হওয়া স্বাভাবিক। এই জায়গা নিয়ে আমি উদ্বিগ্ন। যে একশ করছে তাকে যে অন্য কেউ হেল্প করছে না, তার ১০০ এতো পরে গিয়ে হচ্ছে যে রানটা আর বড় হচ্ছে না।’

সাইফউদ্দিনকে নিয়ে মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘ওকে দলে নেয়ার পেছনে তো নিশ্চয়ই কারণ আছে। আমরা দুই জায়গায় পিছিয়ে ছিলাম। পেস বোলিং অলরাউন্ডার এবং রিস্ট স্পিনার। ও যদি এভাবে খেলতে পারে তাহলে আমরা রিকভার করতে পারব। আমরা তাহলে এক ধাপ উপরে যাওয়ার সুযোগ পাব। সুতরাং, খুব ভালো যে ও পারফর্ম করেছে। ওর নিজের আত্মবিশ্বাসও বাড়বে। আর যারা খেলেছে সবাই ভালো খেলেছে। এখন সেটা ধরে রাখতে হবে।’

(ঢাকাটাইমস/২৩ অক্টোবর/এইচএ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :