জয়ে ফিরতে চায় জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৮, ১৮:০০

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ সফরে এসেও সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হেরেছে জিম্বাবুয়ে। আগামীকাল (বুধবার) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জয় পেতে চায় জিম্বাবুয়ে। মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে দলের প্রধান কোচ লালচাঁদ রাজপুত বলেছেন, ‘আপনি যদি গত ম্যাচের দিকে তাকান দেখবেন, আমাদের আরো ভালো ব্যাট করা উচিৎ ছিল। প্রথম পাঁচ ব্যাটসম্যানকে দায়িত্ব নিতে হবে। যদি একজন ব্যাটসম্যান বড় স্কোর করতে পারে তাহলে আমি মনে করি, আমরা জেতার মতো একটা রান করতে পারব। আমি খুশি যে আমরা গত ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছি। উইলিয়ামস ও জারভিস অসাধারণ ব্যাট করেছে। চেফাস দারুণ শুরু এনে দিয়েছিল। কিন্তু কিছু জায়গা আছে যা নিয়ে আমাদের কাজ করতে হবে। মূল জায়গা হচ্ছে প্রথম পাঁচ ব্যাটসম্যান।’

তিনি আরো বলেন, ‘গত ম্যাচে আমরা প্রথম ৩০-৩৫ ওভার ভালো বল করেছিলাম। সুতরাং, ডেথ ওভারের প্রতি আমাদের মনোযোগ দিতে হবে। ব্যাটসম্যানদের জন্য মাঝের ওভারগুলো গুরুত্বপূর্ণ। আমরা উভয় বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করছি, এই ম্যাচে আমরা ভালো করতে পারব।’

গত ম্যাচে ব্যাটিংয়ে শন উইলিয়ামসকে ছয় নম্বর পজিশনে নামিয়েছিল জিম্বাবুয়ে। তিনি ব্যক্তিগত অর্ধশত করে অপরাজিত ছিলেন। পরবর্তী ম্যাচে তাকে আরেকটু আগে ব্যাটিংয়ে নামানো হবে কিনা? এমন প্রশ্নের উত্তরে লালচাঁদ রাজপুত বলেন, ‘আমরা অবশ্যই আপনার মতামত নিব (হাসি)। কোচ হিসাবে বিষয়টি নিয়ে আমি অবশ্যই চিন্তা করব। ওয়ানডেতে সিচুয়েশন বুঝে আপনাকে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে হবে।’

লালচাঁদ রাজপুত জিম্বাবুয়ের দলের দায়িত্ব নেয়ার পর ১৫ ম্যাচে হেরেছে জিম্বাবুয়ে। এ বিষয়ে তিনি বলেন, ‘এই তালিকাটা অনেক বড়। কিন্তু প্রথম আট ম্যাচে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ছিল না। এখন সিনিয়র খেলোয়াড়রা দলে ফিরেছে। আমরা জয়ের কাছাকাছি যাচ্ছি। কিন্তু জয় পাচ্ছি না। একটা ম্যাচে দক্ষিণ আফ্রিকার সাত উইকেটে ১০০ রান ছিল। কিন্তু আমরা জিততে পারিনি। টি-টোয়েন্টিতেও আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। খুব শীঘ্রই সেই দিন আসবে যখন আমরা জয় নিয়ে মাঠ ছাড়ব।’

আগামী বিশ্বকাপে খেলবে না জিম্বাবুয়ে। কারণ তারা বাছাইপর্ব পেরোতে পারেনি। এ বিষয়ে লালচাঁদ রাজপুত বলেন, ‘এটা কঠিন। কিন্তু আমি মানুষ হিসাবে ইতিবাচক। বিশ্বকাপের ম্যাচ হোক বা অন্য কোনো ম্যাচ হোক আপনাকে জয়ের জন্য চেষ্টা করতে হবে। খেলোয়াড়রা সেটাই করছে।’

অভিজ্ঞ অলরাউন্ডার এলটন চিগুম্বুরা দলে থাকলেও গত ম্যাচে তাকে একাদশে রাখা হয়নি। এ বিষয়ে জিম্বাবুয়ে দলের কোচ বলেন, ‘দলে ১৬ জন খেলোয়াড় আছে। কিন্তু ম্যাচে তো ১১ জন খেলতে পারে। আমাদের সেরা একাদশ নির্বাচন করতে হবে। প্রস্তুতি ম্যাচে মাসাকাদজা সেঞ্চুরি করেছে। আশা করছি, ওয়ানডেতে সে এটি কনভার্ট করতে পারবে।’

দলের স্পিনার তিনি বলেন, ‘মাভুতা ভালো বল করছে। রাজা মাত্র ক্রিকেটে ফিরল। স্পিন বিভাগ নিয়ে আমি উদ্বিগ্ন নই।’

(ঢাকাটাইমস/২৩ অক্টোবর/এইচএ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :