কুমিল্লায় বিএনপির ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ১৮:২৫

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লার মুরাদনগরে বিএনপির ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক-মহাসড়কে প্রতিবন্ধকতা ও নাশকতার করার চেষ্টার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়।

নাশকতার এ মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওমর ফারুক বাদশা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক। তিনি রামধনী মোড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে।

মামলায় অন্যতম আসামিরা হলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, উপজেলা বিএনপির নেতা তকদির হোসেন, ওমর আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাছান, বিএনপি নেতা মাসুদ রানা, মাসুম মুন্সি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হেদায়েত হোসেন, কায়কোবাদ ফোরামের যুগ্ম-আহ্বায়ক এনামুল হক, স্বেচ্ছাসেবক দলের নেতা জুবায়ের হোসেন, মনির হোসেন, জুয়েল প্রমুখ।

মামলা সূত্রে জানা গেছে, রবিবার রাতে উপজেলা সদরের উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে বিএনপির কিছু নেতাকর্মী সরকার উৎখাতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিস্ফোরক দিয়ে হামলার ষড়যন্ত্র করছিল। এমন সংবাদে মুরাদনগর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়। এসময় বাদশাকে গ্রেপ্তার করে পুলিশ।

মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক বলেন, কোন ঘটনা ছাড়াই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভূতুড়ে মামলা করছে পুলিশ। সম্প্রতি ওই এলাকায় কোন মিটিং-মিছিলের কোন ঘটনা ঘটেনি। এলাকা টার্গেট করে পুলিশ একের পর এক বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করছেন।

থানার ওসি একেএম মনজুর আলম বলেন, নাশকতার অভিযোগে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১২ জনের নামে এসআই রিপন কুমার দাস বাদী হয়ে মামলা করেছেন। আটক বাদশা একাধিক মামলার আসামি। তাকে মঙ্গলবার বিকালে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/প্রতিনিধি/এলএ)