মাগুরার মামলায়ও মইনুলকে গ্রেপ্তারে পারোয়ানা

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৮, ১৮:৩১

সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করার অভিযোগে মাগুরায়ও মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলার পর তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন আদালত। জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে মঙ্গলবার ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলাটি করেন জেলা মানবাধিকার সংস্থার মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা রহমান।

একই অভিযোগে দেশের বিভিন্ন জেলায় কয়েকটি মানহানির মামলা হয়েছে মইনুলের বিরুদ্ধে। মাসুদা ভাট্টি নিজেও মামলা করেছেন। রংপুরের মামলায় মইনুল হোসেনকে সোমবার রাতে আ স ম আবদুর রবের রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মঙ্গলবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী সনি আহমেদ জানান, মইনুল হোসেন গত ১৬ অক্টোবর চ্যানেল ৭১ টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে কটূক্তি করেন। যা নারী জাতির জন্য অপমানজনক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। এ কারণে বাদিনী তার বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে ৫০০ কোটি টাকার এ মানহানির মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসুর আদালত অভিযোগটি আমলে নিয়ে বিকালে মইনুলের হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/প্রতিনিধি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :