মইনুলের শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল-সমাবেশ

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ১৮:৫৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

টেলিভিশন টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় মঈনুল হোসেনের শাস্তির দাবি জানিয়েছে যুব মহিলা লীগ। মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঝাড়ু সমাবেশে এ দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা। সমাবেশ শেষে মইনুল হোসেনের কুশপুত্তলিকা পোড়ানোর পর ঝাড়ু মিছিল বের করেন তারা।

সমাবেশে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, ‘গণমাধ্যমে সারা বিশ্বকে জানান দিয়ে মাসুদা ভাট্টিকে অকথ্য ভাষায় অপমান করেছেন মইনুল হোসেন। এর মাধ্যমে দেশের সমগ্র নারী সমাজকে অপমান করেছেন তিনি। এই মইনুল হোসেন ওয়ান ইলেভেনের সময় ক্ষমতার লোভে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে গিয়ে বলেছিলেন- আমরা চুনোপুটি ধরি না, রুই-কাতলা ধরি। সেই রুই-কাতলা নিয়ে খেলা করতে গিয়ে তিনি চক্রান্তের মাধ্যমে দুই বছর ক্ষমতা দখল করে দেশের মানুষকে জিম্মি কওে রেখেছিলেন। এই মইনুল হোসেন নিজের ভাইকে শায়েস্তা করতে ইত্তেফাক অফিসে মানুষ হত্যা করেছেন। সেই হত্যা মামলাকেও গায়েব করে দিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘এই নারীবিদ্বেষী, যারা অসৎভাবে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করেন, এই মানুষরূপী নরপশুদেরকে বাংলাদেশের মাটিতে বিচার করতে ঝাড়ু হাতে, জুতা হাতে যুব মহিলা লীগের কর্মীরা প্রস্তুত রয়েছেন।’

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এআর)